চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজির (সিবিইউএফটি) ৫ম একাডেমিক কাউন্সিলের সভা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। উপাচার্য প্রফেসর ড. ওবায়দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিবিইউএফটি’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরী আমন্ত্রিত অতিথি ছিলেন। সভায় বিভিন্ন বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফলাফল পর্যালোচনাপূর্বক অনুমোদনের সুপারিশ করা হয় এবং সিবিইউএফটি জার্নাল প্রকাশের গৃহীত কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে ইউজিসি কর্তৃক অনুমোদনপ্রাপ্ত বিবিএ কোর্সে ভর্তি ও ক্লাস চালুর অগ্রগতি পর্যালোচনা করা হয়। সিবিইউএফটি’র ভবিষ্যৎ একাডেমিক পরিকল্পনা ও স্প্রিং সেমিস্টারের ক্লাসসমূহ একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী যথাযথভাবে সমন্বয়ের জন্য আলোচনা হয়।
সভায় ফ্যাশন ডিজাইনের ওপর এক বছর মেয়াদি নতুন ডিপ্লোমা কোর্স চালুর সুপারিশ করা হয় এবং সিবিইউএফটি’র অধীনে অন্যান্য ডিপ্লোমা কোর্সগুলো পরিচালনার সিদ্ধান্ত হয়।
এতে উপস্থিত ছিলেন একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ চবি পদার্থ বিজ্ঞানের প্রফেসর ড. এ.কে.এম মইনুল হক মিয়াজী ও মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ জাবেদ হোসাইন, সিবিইউএফটি ডিন, এমবিএ কোর্সের পরিচালক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ন্ত্রকসহ বিভাগীয় প্রধানগণ। প্রেস বিজ্ঞপ্তি।












