কর্ণফুলী রজভীয়া আজিজিয়া তৌছিফিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনায় জামেয়া রজভীয়া আজিজিয়া দরছে নেজামী মডেল মাদ্রাসা হেফজ ও এতিমখানা কর্তৃক অভিভাবক ও গুণী সমাবেশ গতকাল শনিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা মুফতি আবু ছাদেক রেজভী আলকাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত গুণীসমাবেশে প্রধান অতিথি ছিলেন এসোসিয়েশন অব এলাইন্স ক্লাব ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ান এস এম আজিজ। উদ্বোধক ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা বিভাগীয় বন কর্মকর্তা জিএম মুহাম্মদ কবির। ট্রাস্টের সদস্য মুহাম্মদ গোলাম মোস্তফা অনুষ্ঠান সঞ্চালনা করেন। অভিভাবক ও গুণীসমাবেশে প্রধান অতিথি রোটারিয়ান এস এম আজিজ বলেন, শিক্ষার্থীদেরকে দ্বীনি ও আধুনিক শিক্ষা দিয়ে আদর্শ সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারলে তারাই সমৃদ্ধ দেশের স্বপ্ন পূরণ করবে। শিক্ষার সঙ্গে নৈতিকতার মেলবন্ধন ঘটাতে হবে। শিক্ষার্থীদেরকে শুধু পরীক্ষায় কৃতিত্ব অর্জন করলে হবে না, তারা প্রকৃত মানসম্পন্ন সুশিক্ষা পাচ্ছে কিনা সেদিকেও লক্ষ্য রাখতে হবে। অনুষ্ঠানে অতিথি ও আলোচক ছিলেন হাজী মঈন উদ্দীন মঈনু, আইমান আহমেদ আজিজ, আল্লামা শাহ্ নুর মোহাম্মদ আল–কাদেরী, অধ্যক্ষ আল্লামা হাসান রেজভী, আব্দুল গফুর মেম্বার, এ কিউ এম মোসলেহ উদ্দিন, মাওলানা ইয়াসিন আনসারী আলমাদানী, এম এম ইউনুছ অহিদী, নুর মুহাম্মদ, মুহাম্মদ হাসান মাহমুদ, মাস্টার মুজিবুল হক, মনির আহমদ সওদাগর, মুহাম্মদ হাসান মুরাদ, মুহাম্মদ আবু তাহের, মাওলানা মুহাম্মদ জমিল, হাজী শাহেদ নূর, গাজী মাওলানা ইসহাক, মুহাম্মদ আলী, নুরুল আবছার আজাদ। বহু অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












