আমরা সকল

মির্জা মোহাম্মদ আলী | রবিবার , ২৩ নভেম্বর, ২০২৫ at ৬:৪৩ পূর্বাহ্ণ

আমরা সকল হয়তো নকল তানা হলে কি?

আসল ভেবে বাংলার বুকে সাপের বিষ মাখি।

আমরা সকল করছি দখল সুযোগ পেয়ে সব,

বদলে ফেলছি টাকার জন্য ঈশ্বর কিবা রব।

আমরা সকল জ্বালাই অনল শহর বন্দর গাঁ,

বুঝতে চাই না হিংসার খাতির কোনটা নিজের মা।

আমরা সকল করছি বদল স্বার্থের জন্য রূপ,

মিথ্যের কাছে মাথা ঠেকে নিজেই থাকি চুপ।

আমরা সকল এতো অচল করি না নিজ কাজ,

বামুন হয়ে রাজার মতো খুঁজছি স্বর্ণের তাজ।

আমরা সকল ডুবছি অতল মাথায় রেখে পা

ভাবতে থাকি আছি উপর তার উপর কেউ না।

পূর্ববর্তী নিবন্ধমুহাম্মদ ইসহাক চৌধুরী : লোকসাহিত্য গবেষক
পরবর্তী নিবন্ধপর্যটকদের হয়রানি থেকে রেহাই দেয়া হোক