মীরসরাই দুর্গাপুর ইউনিয়নের হাজীশ্বরাই গ্রামের একটি বিয়ে বাড়িতে গত শুক্রবার দিবাগত রাতে ডাকাতির ঘটনা ঘটে। প্রবাসী আবদুল মান্নান ভূঁইয়ার বাড়িতে বিয়ের অনুষ্ঠানে আসা অতিথিদের জিম্মি করে স্বর্ণালংকার ও টাকা ডাকাতির অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, তাড়া খেয়ে ডাকাত দল ধানক্ষেত দিয়ে পালিয়ে যায়।
জানা যায়, প্রবাসী আবদুল মান্নানের মেয়ের বিয়ে উপলক্ষে শুক্রবার দুপুরে বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যা সাতটার দিকে কনেকে নিয়ে যায় বরপক্ষ। বিয়ে উপলক্ষে মান্নানের বাড়িতে আসা বেশিরভাগ অতিথি সন্ধ্যার পর বিদায় নিলেও কয়েকজন রাতে ছিলেন। এর মধ্যেই রাত তিনটার দিকে মান্নানের দুতলা ঘরের সদর দরজার তালা ভেঙে ভেতরে ঢোকে ডাকাত দল। এরপর পরিবারের সদস্য ও অতিথিদের বেঁধে তাদের সঙ্গে থাকা স্বর্ণালংকার ও টাকা লুট করে নিয়ে যায়।
আবদুল মান্নানের স্ত্রী রোজিনা আক্তারের ভাই ও স্থানীয় ইউপি সদস্য নুরুল আনোয়ার বলেন, ডাকাত দল অন্তত ১৫ ভরি স্বর্ণালংকার ও ঘরে থাকা এক লাখ টাকা নিয়ে গেছে। এ ঘটনার পর বাড়ির লোকজন আতঙ্কে রয়েছেন।
জোরারগঞ্জ থানার ওসি আবদুল হালিম বলেন, খবর পেয়ে পুলিশ টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দল ওই বাড়ির পেছনের ধানক্ষেত দিয়ে পালিয়ে গেছে। এরা মহাসড়ককেন্দ্রিক একটি ডাকাত চক্র। আশপাশের বাড়িতে ঢুকে ডাকাতি করে আবার চলে যায়। আমরা ডাকাত চক্রটিকে গ্রেপ্তারের চেষ্টা করছি।












