প্রথমে একদিনের জন্য ক্লাস ও পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত হলেও ভূমিকম্প নিয়ে আতঙ্কের মধ্যে থাকা শিক্ষার্থীদের কথা বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৫ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার রাতে সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হওয়ার কথা জানান বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, কাল (রোববার) বিকাল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ছেড়ে দিতে হবে। হলগুলো ঠিকঠাক করে পরে বিশ্ববিদ্যালয় পুনরায় খুলবে। খবর বিডিনিউজের।
সিন্ডিকেটের বৈঠক শেষে কোষাধ্যক্ষ বলেন, হলগুলো যাচাই করে দেখার জন্য প্রকৌশলীরা দুই সপ্তাহ সময় চেয়েছেন। পুরো ঝুঁকির সামগ্রিক মূল্যায়ন করতে এ সময় হলগুলো খালি করার সিদ্ধান্ত হয়। যে কারণে এ সময় বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গতকাল রাতে প্রথমে শুধু আজ রোববার বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখার কথা বলেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।












