চট্টগ্রামে ১৯৬৫ ভোটকেন্দ্রের মধ্যে সিসি ক্যামেরাযুক্ত ভোটকেন্দ্র ৪৪৭

টি তথ্য পাঠানো হলো ইসিতে

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৩ নভেম্বর, ২০২৫ at ৬:০৮ পূর্বাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটকেন্দ্র চূড়ান্ত হওয়ার পর এবার সিসি ক্যামেরাযুক্ত ভোটকেন্দ্রের তালিকা চেয়েছে নির্বাচন কমিশন। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের ইসি সচিবালয়ে এ সংক্রান্ত তথ্য পাঠাতে বলা হয়েছে। আগামী ফেব্রুয়ারির নির্বাচন সামনে রেখে আগামী মাসে তফসিল ঘোষণার কথা রয়েছে নির্বাচন কমিশনের।

চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে ১৯৬৫টি ভোটকেন্দ্র এবং ১২,৩৮৭টি ভোটকক্ষ (বুথ) চূড়ান্ত করা হয়েছে। ১৯৬৫টি ভোটকেন্দ্রের মধ্যে সিসি ক্যামেরাযুক্ত ভোটকেন্দ্র রয়েছে মাত্র ৪৪৭টি। অবশিষ্ট ১৫৪৯টি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা নেই বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসের এক কর্মকর্তা। ইতোমধ্যে এ সংক্রান্ত তথ্য জেলা নির্বাচন অফিস থেকে নির্বাচন কমিশনের নির্বাচন সহায়তা১ শাখায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা। ত্রয়োদশ সংসদ নির্বাচনে স্কুলকলেজগুলোতে বিদ্যমান সিসি ক্যামেরাগুলো ভোটকেন্দ্রে ব্যবহার করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এজন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য চেয়েছে সংস্থাটি। গত ৬ নভেম্বর নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. নাসিরের পাঠানো চিঠিতে বলা হয়েছে, ভোটকেন্দ্রে ব্যবহৃত সিসি ক্যামেরার ধরন ও সক্রিয় রয়েছে কিনা তা জানিয়ে এই তালিকা সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে নির্বাচন সহায়তা১ শাখায় পাঠাতে হবে। একইসাথে চিঠিতে জরাজীর্ণ ভবনের হালনাগাদ তথ্যও চাওয়া হয়।

চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস থেকে জানা গেছে, ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রামে ১৬টি সংসদীয় আসনে ২৭৭টি ভোটকেন্দ্র মেরামত করতে হবে। নির্বাচন কমিশন সচিবালয় থেকে সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম জেলার মেরামতযোগ্য ভোটকেন্দ্রের তালিকা চাওয়া হলে এর প্রেক্ষিতে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের মাধ্যমে উপজেলা ও নগরীর মেরামতযোগ্য ভোটকেন্দ্রগুলোর তালিকা তৈরি করা হয়। এতে ১৬ সংসদীয় আসনে ১৯৬৫টি ভোটকেন্দ্রের মধ্যে ২৭৭টি মেরামতযোগ্য ভোটকেন্দ্রের তালিকা তৈরি করা হয়। চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ স্বাক্ষরিত ওই তালিকা নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস থেকে পাঠানো মোরামতযোগ্য ভোটকেন্দ্রের তালিকায় দেখা গেছে, বেশিরভাগ ভোটকেন্দ্রের মধ্যে কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে সীমানা প্রাচীর নেই, কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে দরজাজানালা জরাজীর্ণ অবস্থায় রয়েছে। অনেক প্রতিষ্ঠানের ভোটকেন্দ্রে ছাদ চুঁইয়ে পানি পড়ে। বাথরুম নেই, লাইট নেই। অনেক ভোটকেন্দ্রে ভালো টয়লেট নেই।

পূর্ববর্তী নিবন্ধসেন্টমার্টিনে ধরা পড়ল ৩৩ কেজির কালো পোপা, দাম সাড়ে ৭ লাখ
পরবর্তী নিবন্ধশাহ আমানতে ৭ লাখ টাকার সিগারেট ও আমদানি নিষিদ্ধ ক্রিম জব্দ