চট্টগ্রাম –৬ রাউজান নির্বাচনী আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পাটি (এনসিপি) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে এলাকাবাসীর সাথে মতবিনিময় সভা করেছেন জাতীয় নাগরিক পার্টির মনোনয়ন প্রত্যাশী মুহাম্মদ মহিউদ্দিন জিলানী। নিজ নির্বাচনী এলাকায় জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ক পদে থাকা জিলানী তার বক্তব্যে বলেন, জুলাই এর ছাত্রজনতার অভ্যুত্থানকে কাজে লাগিয়ে রাউজানকে চাঁদাবাজ, সন্ত্রাস, দখলদারমুক্ত উপজেলায় পরিণত করতে চাই। এই লক্ষ্য অর্জনের জন্য আমি জুলাই বিপ্লবে সক্রিয় অংশ নিয়েছিলাম। এনসিপি’র রাজনীতির সাথে যুক্ত হয়ে কাজ করছি। এখন এই সুযোগকে কাজে লাগাতে পারলে এই উপজেলাকে শান্তির জনপদে পরিণত করতে পারব। এই লক্ষ্য পূরণে আগামী নির্বাচনে শাপলা কুড়ি প্রতীক নিয়ে রাউজান থেকে নির্বাচন করতে দলের মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আমি রাউজানবাসীর সমর্থন চাই। তিনি গত বৃহস্পতিবার এলাকার বিভিন্ন শ্রেণি– পেশার মানুষের উপস্থিতিতে নিজের এই অভিমত তুলে ধরেন। সভায় বক্তব্য রাখেন ইকরাম মাসুদ, শিক্ষক ইকবাল হোসেন, মঈনুদ্দিন, মুহাম্মদ সোলেমান, মোহাম্মদ মন্নান প্রমুখ।











