পেকুয়ায় আগুনে পুড়ে ৬টি বসতঘর ছাই হয়ে গেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় পেকুয়া সদরের সরকারি ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, সন্ধ্যায় আহমদ নূরের বাড়িতে আগুন দেখে স্থানীয়রা। পরে তা আশেপাশের ৬টি বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেকুয়া ফায়ার সার্ভিস স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুনে পুড়ে ৬টি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়।
আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন সরকারি ঘোনা এলাকার মৃত আবু বক্করের পুত্র আহমেদ নুর, তার পুত্র আরিফ, আহমদ নুরের ভাই আহমদ ছবির, তার পুত্র আব্দুল করিম, তার অপর ভাই আইয়ুব নবী ও মৃত জয়নাল আবেদীনের পুত্র আজমগীর।
পেকুয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ শফিউল আলম জানান, ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি পরে জানানো হবে।











