বায়তুশ শরফ মজলিশুল ওলামা বাংলাদেশের মহাসচিব মুফাচ্ছিরে কোরআন মাওলানা মামুনুর রশীদ নূরী বলেছেন, পৃথিবীতে দু’টি সংবিধান আছে–একটি আল্লাহ প্রদত্ত, অপরটি মানব রচিত। মানব রচিত সংবিধান মতবাদ বঞ্চিত মানুষদের অধিকার দিতে আজ পৃথিবীতে ব্যর্থ প্রমাণিত হয়েছে। তাই আল্লাহ প্রদত্ত সংবিধান আল–কুরআন অবতীর্ণ হওয়ার পর মানব রচিত সংবিধানের মধ্যদিয়ে শান্তি ও মুক্তির আশা করা সরাসরি কুফ্রী ও খোদাদ্রোহীতার শামিল। তিনি বলেন, মানবতার নবী রসুলে করিম (সঃ) মদিনায় ইসলামী রাষ্ট্রের মাধ্যমে যে শাসন ব্যবস্থা প্রবর্তন করেছেন সেটিই হচ্ছে শান্তি ও মুক্তির একমাত্র গ্যারান্টি। কারণ আল–কোরআনই হচ্ছে ইসলামী শরীআর মূল উৎস। তিনি গতকাল শুক্রবার রাতে নগরীর শেরশাহ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে শ্রমিক কল্যাণ ফেডারেশন বায়েজিদ বোস্তামী থানা শাখা আয়োজিত তাফসীরুল কুরআন মাহ্িফলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শ্রমিক কল্যাণ ফেডারেশন বায়েজীদ থানা শাখার সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন আলহাজ্ব আবদুর রব। বিশেষ অতিথির বক্তব্যে শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি শ্রমিক নেতা এসএম লুৎফর রহমান বলেন, শ্রমিক কর্মচারী ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে মানুষের মত সম্মান–মর্যাদা ও অধিকার দিয়েছে একমাত্র ইসলাম। তাফসীর মাহফিলে অন্যান্যের মধ্যে তাফসীর করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী এম. ফিল গবেষক মাওলানা এম আমানত উল্যাহ, শেরশাহ বায়তুল মামুর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুহাম্মদ মুযযাম্মিলুল হক, বাড়বকুণ্ড বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ মুহাম্মদ আল–আমীন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












