ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার পক্ষে জনসমর্থন ক্রমেই বৃদ্ধি পাচ্ছে

উত্তর আগ্রাবাদে কর্মশালায় অধ্যক্ষ হেলালী

| শনিবার , ২২ নভেম্বর, ২০২৫ at ১০:৫৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, পোলিং এজেন্টরা নির্বাচনের মাঠে সম্মুখ সারির যোদ্ধা। দ্বীন ও ন্যায়ের বিজয় নিশ্চিত করতে তাদের দায়িত্বশীল ও সতর্ক ভূমিকা পালন করতে হবে।

গতকাল শুক্রবার নগরীর উত্তর আগ্রাবাদে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, দেশের জনগণ পরিবর্তন চায়, সেই পরিবর্তনের ধারায় ন্যায়ভিত্তিক সমাজ ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার পক্ষে জনসমর্থন ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। রাজনৈতিক অস্থিরতা ও দমননীতির বিরুদ্ধে জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধই নতুন ভবিষ্যতের পথ রচনা করবে।

বৈঠকে সভাপতিত্ব করেন ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড জামায়াতের আমির ইমরানুল হক। বিশেষ অতিথি ছিলেন ফখরে জাহান সিরাজী সবুজ। বক্তব্য দেন, ইমরান আহমেদ ও মাকসুদুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএকটি সুন্দর ও নিরাপদ বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দিন
পরবর্তী নিবন্ধখুলশীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার