সাতকানিয়ায় জামায়াত প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা

| শনিবার , ২২ নভেম্বর, ২০২৫ at ১০:৫৪ পূর্বাহ্ণ

সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ ইব্রাহিম চৌধুরী বলেছেন, অতীতে বিভিন্ন রাজনৈতিক দল হিন্দুবৌদ্ধদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে তাদের সহায়সম্পত্তি দখলবেদখলে নিয়োজিত ছিল। ভোট ব্যাংক হিসেবে প্রচার করে অন্য রাজনৈতিক দলের প্রতিপক্ষে পরিণত করার অপচেষ্টায় লিপ্ত ছিল। এসব দলগুলোর মধ্যে ব্যতিক্রম জামায়াতে ইসলামী। জামায়াত ক্ষমতায় আসলে এ দুই সমপ্রদায় উন্মুক্ত বাতাসে নিজের জন্মভূমিতে স্বাধীনভাবে চলাফেরার পাশাপাশি একজন নাগরিক হিসেবে দেশের সকল অধিকার ভোগ করবে। এক্ষেত্রে জামায়াতে ইসলামী হিন্দুবৌদ্ধদের পাহারাদার হিসেবে থাকবে।

তিনি গতকাল শুক্রবার বিকালে সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হিন্দু ও বৌদ্ধ সমপ্রদায়ের মাঝে চট্টগ্রাম১৫ (সাতকানিয়ালোহাগাড়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শাহজাহান চৌধুরীর পক্ষে নির্বাচনী প্রচারণা চলাকালে এসব কথা বলেন। ইব্রাহিম চৌধুরী আরও বলেন, দেশ স্বাধীনের পর অনেক দল ক্ষমতায় আরোহণ করেছিল। তাদের কর্মকাণ্ড সম্পর্কে জনগণ অবগত রয়েছেন। এখন সময় এসেছে জামায়াতে ইসলামিকে একবার পরীক্ষা করার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাতকানিয়া সদর ইউনিয়ন (ইউপি) পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেলাল উদ্দিন, সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর রিদুয়ানুল করিম, সদর ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি হারুনুর রশিদ, সেক্রেটারি ডা.মো.আরিফ, জামায়াত নেতা আকতার কামাল, মো.আনোয়ার, মাওলানা ছাবের আহমদ, আমানুর রশিদ, কামাল উদ্দিন, হারুনুর রশিদ, আবদুল আজিজ, মো.আশিক, মো.আজম সিকদার ও শাহাদাত হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়ির এক সড়কেই দুর্ভোগ ৩ জেলার মানুষের
পরবর্তী নিবন্ধবিশ্ব শিশু দিবসে ৫০০ শিক্ষার্থীর হাতে শিক্ষা সামগ্রী বিতরণ