নোয়াপাড়া-পাহাড়তলীর সড়কের পাশে আবর্জনার স্তূপ, দুর্গন্ধে দুর্ভোগ

রাউজান প্রতিনিধি | শনিবার , ২২ নভেম্বর, ২০২৫ at ১০:৫২ পূর্বাহ্ণ

রাউজানের নোয়াপাড়া পথের হাট ও পাহাড়তলী চৌমুহনীতে সড়কের পাশেই ফেলা হচ্ছে বর্জ্য। এই দুই স্থান দিয়ে চলাচল করতে হচ্ছে নাক চেপে। রাউজানের এই দুই বাণিজ্যিক এলাকায় নানা কাজে দিন রাত আসাযাওয়া করে হাজার হাজার মানুষ।

জানা যায়, নোয়াপাড়া পথের হাট উপজেলার সবচেয়ে ব্যস্ততম বাণিজ্যিক এলাকা। এ বাজারে রয়েছে ২৬টি তফসিলী ব্যংকের শাখাসহ ৫০টির মত অর্থলগ্নি প্রতিষ্ঠান, ৭টি আধুনিক বিপণী বিতান, তিনটি মসজিদ, দুটি বেসরকারি হাসপাতাল, তিনটি রোগ নিরূপণী কেন্দ্র, ছোট বড় তিনটি সবজি বাজার, আছে খুচরা ও পাইকারী মাছের বাজার। পথের হাটে ব্যবসা প্রতিষ্ঠান আছে তিন হাজারের বেশি। সড়কের পাশে রয়েছে নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়। পথেরহাটের এসব প্রতিষ্ঠান থেকে প্রতিদিন সৃষ্ট হয় কয়েক টন করে বর্জ্য। রাতে এসব সংগ্রহ করে ফেলা হয় পথের হাটের পূর্বাংশের কাপ্তাই সড়কের পাশে। বছরের পর বছর সেখানে ফেলা বর্জ্য দুগন্ধ ছড়াচ্ছে। দূষণ করছে গোটা এলাকার পরিবেশ। এই পথে মানুষের চলাচল করতে হচ্ছে নাক চেপে। তবে বাজার সংশ্লিষ্ট ও ব্যবসায়ীরা বলছেন, বাজারে সৃষ্ট আবর্জনা ফেলার মত তাদের হাতে কোনো বিকল্প জায়গা নাই। বাধ্য হয়ে তারা বর্জ্য ফেলার স্থান হিসাবে বেছে নিয়েছে কাপ্তাই সড়কের কিনারা। তাদের দাবি মাঝে মধ্যে স্তূপ করা বর্জ্যে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। সরেজমিনে দেখা যায়, পাহাড়তলীতে সড়কের যে পাশে বর্জ্য ফেলা হচ্ছে তার বিপরীতে রয়েছে সহকারী পুলিশ সুপারের কার্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান। এলাকার জনসাধারণ ও দুটি বাজারের ব্যবসায়ীরা বলছেন, বাজারের সৃষ্ট বর্জ্য ফেলার মত প্রশাসন কোনো স্থান নির্বাচন করে দিলে তারা আর উন্মুক্ত স্থানে বর্জ্য ফেলবেন না।

পূর্ববর্তী নিবন্ধকধুরখীলে কাজী মাওলানা আবদুল মজিদ ইসলামাবাদীর ওরশ
পরবর্তী নিবন্ধধানের শীষে ভোট দিলে দেশ সমৃদ্ধশালী হবে