কধুরখীলে কাজী মাওলানা আবদুল মজিদ ইসলামাবাদীর ওরশ

| শনিবার , ২২ নভেম্বর, ২০২৫ at ১০:৫১ পূর্বাহ্ণ

বোয়ালখালী উপজেলার কধুরখীল গ্রামে প্রবীণ আলেম ওস্তাজুল আসাতেজা কাজী মাওলানা আবদুল মজিদ ইসলামাবাদীর (রহ.) বার্ষিক ওরশ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে উপস্থিত ছিলেন হাওলাপুর দরবার শরীফের সাজ্জাদানশীন মাওলানা নঈমুল কুদ্দুস আকবরী হাওলাপুরী, বরেণ্য রাজনীতিবিদ ও শায়খুল হাদিস আল্লামা জয়নুল আবেদীন জুবাইর, মাওলানা আবদুর রশীদসহ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ। এ ছাড়াও দরবারের বর্তমান দায়িত্বশীল শাহজাদা কে. বি. এম. আসিফ মিল্টন উপস্থিত থেকে অনুষ্ঠান পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বক্তারা বলেন, কাজী মাওলানা আবদুল মজিদ ইসলামাবাদী (রহ.) চট্টগ্রাম মোহসিনিয়া মাদ্রাসায় দীর্ঘ শিক্ষকতা জীবনে অসংখ্য আলেমে দ্বীন ও শায়খুল মাশায়েখ গড়ে তুলেছেন। তিনি শুধু শিক্ষক নন, ছিলেন একজন কবি, সাহিত্যিক ও মনীষী। একই সাথে সৈয়দ মাওলানা ফতেহ আলী ওয়াইসির বিশিষ্ট মুরিদ হিসেবে আধ্যাত্মিক জগতে তাঁর অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী।

অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মানবতার মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির শোকসভা ও দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধনোয়াপাড়া-পাহাড়তলীর সড়কের পাশে আবর্জনার স্তূপ, দুর্গন্ধে দুর্ভোগ