বায়েজিদ মডেল স্কুলে অনুষ্ঠান

| শনিবার , ২২ নভেম্বর, ২০২৫ at ১০:৫০ পূর্বাহ্ণ

বায়েজিদ মডেল স্কুলে দুই দিনব্যাপী ‘ক্লাস পার্টি২০২৫’ উদযাপিত হয়েছে। ​অনুষ্ঠানটি দুটি পর্বে বিভক্ত ছিল। ১৯ নভেম্বর (বুধবার) নার্সারি থেকে ৫ম শ্রেণি এবং ২০ নভেম্বর (বৃহস্পতিবার) ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে। সকাল ৮:৩০ মিনিট থেকে শিক্ষার্থীরা নিজ নিজ শ্রেণিকক্ষ সাজাতে শুরু করে। সকাল ১০টায় কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ মাজহারুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কম্পিউটার ইনস্টিটিউটের পরিচালক আনিস আহমেদ এবং সমাজসেবক নূর হোসেন নিজামী। এ সময় স্কুলের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকশিক্ষিকারা উপস্থিত ছিলেন।

শিক্ষকদের দিকনির্দেশনামূলক ও উৎসাহব্যঞ্জক বক্তব্যের পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচ, গান, আবৃত্তি ও আড্ডার মধ্য দিয়ে শিক্ষার্থীরা দিনটি উপভোগ করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলী উপজেলা আহলে সুন্নাত ওয়াল জমাআতের মানববন্ধন
পরবর্তী নিবন্ধপিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির শোকসভা ও দোয়া মাহফিল