বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে চুরি

বোয়ালখালী প্রতিনিধি | শনিবার , ২২ নভেম্বর, ২০২৫ at ১০:৩৮ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে স্বর্ণ ও নগদ টাকা নিয়ে পালিয়ে গেছে চোরের দল। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার সারোয়াতলী ইউনিয়নে ১ নং ওয়ার্ডের সিকদার বাড়ির মো. হেলাল উদ্দীনের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী হেলাল উদ্দীন বলেন, মাগরিবের নামাজের পর মাকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম। আধঘণ্টা পর ঘরে ফিরে এসে দেখি ঘরের ৪ কক্ষের সমস্ত মালামাল এলোমেলো। চোর ঘরের ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকেছে এবং মালামাল নিয়ে পিছনের দরজা খুলে পালিয়েছে। এ বিষয়ে জরুরি পরিষেবা ৯৯৯এ কল দিয়ে পুলিশকে জানিয়েছি।

বোয়ালখালী থানার ওসি মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধইতিহাস বিকৃতি থেকে বাঁচাতে পারে সাহিত্যিকদের লেখনী শক্তি
পরবর্তী নিবন্ধ৩৬৭ রানে এগিয়ে থেকে চালকের আসনে বাংলাদেশ