সাংবাদিক পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, অবশেষে গ্রেপ্তার ৬

আজাদী প্রতিবেদন | শনিবার , ২২ নভেম্বর, ২০২৫ at ১০:৩৬ পূর্বাহ্ণ

নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ব্যবসায়ীকে আটকে রেখে ২৫ লাখ টাকা আদায়ের দায়ে কথিত এক সাংবাদিকসহ ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চলা অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন হালিশহর থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন। গ্রেপ্তারকৃতরা হলোকথিত সাংবাদিক কামরুল হাসান (৪৯), আব্দুল্লাহ আল মমিন (৩২), মনিরুল আলম (২৮), মো. পারভেজ (৩২), রিয়াদুল মাওলা (৩৮) ও ইমাম হাসান ওরফে রাসেল (৩০)

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার কামরুল নিজেকে বাংলাদেশ সমাচার নামে একটি পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে ‘বিভিন্ন ধরনের প্রতারণা’ করে আসছিলেন। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় দ্রুত বিচার, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন আইনে অন্তত পাঁচটি মামলার তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তারকৃতরা গত ৮ নভেম্বর জমি বেচাকেনার কাজে যুক্ত রিদুয়ান সরকার নামের এক ব্যবসায়ীকে ‘জমি বায়নার’ কথা বলে হালিশহর বউবাজার এলাকায় একটি ভবনে নিয়ে যায়। সেখানে তাকে আটকে রেখে নগদে ১২ লাখ এবং মোবাইল ব্যাংকিং অ্যাপ থেকে ১৩ লাখ টাকাসহ মোট ২৫ লাখ ১০ হাজার টাকা হাতিয়ে নেয়। ওই ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করে দুই লাখ ৫৩ হাজার টাকা উদ্ধার করে।

এসআই মোশারফ বলেন, এ ঘটনায় গ্রেপ্তার আব্দুল্লাহ আল মমিন, মনিরুল আলম ও পারভেজ দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালের বার্ষিক সম্মেলন
পরবর্তী নিবন্ধইতিহাস বিকৃতি থেকে বাঁচাতে পারে সাহিত্যিকদের লেখনী শক্তি