চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালের বার্ষিক সম্মেলন

| শনিবার , ২২ নভেম্বর, ২০২৫ at ১০:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল আয়োজিত ৩য় বার্ষিক সম্মেলন গতকাল শুক্রবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি আয়োজনের মাধ্যমে সিএলএফ কমপ্লেক্সের লায়ন ইঞ্জিনিয়ার এম আই ভবনের হল রুমে অনুষ্ঠিত হয়।

৩য় বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আই হসপিটালের পরিচালক ডা. মাহবুবুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন।

৩য় বার্ষিক সম্মেলন লাইভ সার্জারি, কারেন্ট ট্রেন্ডস ইন রিফ্রেকটিভ প্রোসিডিউরস, রিসেন্ট এডভান্স ইন রেটিনাল ডিজিজ অ্যান্ড ম্যানেজম্যান্ট, গ্লুকোমা টুডে : চ্যালেঞ্জেস অ্যান্ড ম্যানেজম্যান্ট, কম্বাইন্ড সেশন : পেডিয়াট্রিক, অকিওলোপ্লাস্টি অ্যান্ড নিউরো অপথালমোলজি বিষয় নিয়ে মোট ৫টি সেশনে বিশেষজ্ঞগণ তাঁদের অভিজ্ঞতা ও দক্ষতা শেয়ার করেছেন। এতে লাইভ সার্জারি করেন প্রফেসর ডা. প্রকাশ কুমার চৌধুরী, অধ্যাপক ডা. মো. শওকত কবীর, ডা. মোহাম্মদ আলতাফ উদ্দিন খান। প্রেজেন্টেশন সহকারে দক্ষতা ও অভিজ্ঞতা শেয়ার করেন দেশের প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ ডা. আশরাফুল হক, ডা. মোহাম্মদ মনিরুজ্জামান, ডা. শামস্‌ মো. নোমান, অধ্যাপক ডা. মোস্তফা হোসাইন, ডা. মইনুল হক, ডা. শ্যামল কুমার সরকার এবং চট্টগ্রাম লায়ন্স আই হসপিটালের ডা. নাহিদ সুলতানা, ডা. মো. মিনহাজ উদ্দিন ও ডা. বাবলু দত্ত। বিদেশি প্রতিনিধি হিসেবে যুক্তরাজ্য হতে সরাসরি অনলাইনে যুক্ত ছিলেন ডা. মায়াঙ্ক নানাভাটি, ডা. মানদ্বীপ সিং বিন্দ্রা ও ডা. এলিনি নিকিতা। বিদেশি প্রতিনিধিরা সম্মেলনে আগত দেশের চক্ষু বিশেষজ্ঞদের মাঝে তাদের চক্ষু চিকিৎসা পেশার বিভিন্ন অভিজ্ঞতা ও মতামত প্রদান করেন। সম্মেলনে প্যানালিস্ট হিসেবে ডা. মাহবুবুর রহমান চৌধুরী, ডা. এম মজুমদার, ডা. মোজাম্মেল হক শারিফী, ডা. মো. জয়নাল আবেদীন, অধ্যাপক ডা. তনুজা তানজীন, অধ্যাপক ডা. এম এ কাদের, অধ্যাপক ডা. এম এ রাকিব, অধ্যাপক ডা. জেসমিন আহমেদ, ডা. এম এ ওয়াহেদ, ডা. এম এ করিম, অধ্যাপক ডা. জানআলম মৃধা, অধ্যাপক ডা. লুৎফুর রহমান, অধ্যাপক ডা. হাসানুজ্জামান, ডা. উৎপল সেন, ডা. মর্তুজা নুরুদ্দীন সেশনের বিভিন্ন বিষয়ের উপর তাদের অভিজ্ঞতা ও অভিমত শেয়ার করেন। সম্মেলনে ঢাকা ও চট্টগ্রাম থেকে প্রায় শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ অংশগ্রহণ করেন।

চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল এবং ৩য় বার্ষিক সম্মেলনের পক্ষে ধন্যবাদ জ্ঞাপন করেন চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল একাডেমিক ডিরেক্টর প্রফেসর ডা. প্রকাশ কুমার চৌধুরী। ৩য় বার্ষিক সম্মেলনের সকল সেশন সফলভাবে সম্পন্ন করার জন্য এবং স্বতঃস্ফূর্ত আলোচনা ও অভিজ্ঞতা শেয়ার করার জন্য সম্মেলনের কনভেনর ডা. মোহাম্মদ আলতাফ উদ্দিন খান ও মেম্বার সেক্রেটারি ডা. শেখ মোহাম্মদ মুরাদ ধন্যবাদ জ্ঞাপন করেন। সম্মেলনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হাসপাতালের উপপরিচালক ডা. শাবানা সুলতানা। সম্মেলনে অনুষ্ঠানে হাসপাতালের চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকুতুবদিয়ার ২৮ জেলেকে ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড
পরবর্তী নিবন্ধসাংবাদিক পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, অবশেষে গ্রেপ্তার ৬