চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে গেলে অন্তত সাতজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তবে এই ঘটনায় কেউ মারা যায়নি বলে নিশ্চিত হওয়া গেছে। আহতদের দ্রুত উদ্ধারের পর চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ একাধিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চকরিয়ার বানিয়াছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে থানার কাছে এই দুর্ঘটনা ঘটে। মহাসড়কের বানিয়ারছড়াস্থ চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন জানান, সকালে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছিল শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস। বানিয়াছড়া এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাশের খাদে উল্টে যায়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।












