রাত পোহালেই জানা যাবে মিস ইউনিভার্সের মুকুট উঠছে কার মাথায়। আজ শুক্রবার মিস ইউনিভার্সের ৭৪তম আসরের চূড়ান্ত বিজয়ী বেছে নেওয়া হবে। এদিকে, প্রতিযোগিতার চূড়ান্ত ফল ঘোষণার তিন দিন আগে দুই বিচারক পদত্যাগ করেছেন। লেবানিজ–ফরাসি সঙ্গীতশিল্পী ওমার হারফুশ অভিযোগ করেছেন, আয়োজকরা নির্বাচনি প্রক্রিয়ায় প্রভাব খাটাচ্ছেন। বিবিসি লিখেছে, সংগীতশিল্পী ওমর হারফুশ আট সদস্যের জুরিবোর্ড থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
ইনস্টাগ্রামে এক পোস্টে হারফুশ লিখেছেন, প্রতিযোগিতা শুরুর আগে থেকেই একটি ‘অপ্রচলিত জুরি দল’ চূড়ান্ত প্রতিযোগিদের আগেই বাছাই করে রেখেছেন। হারফুশের পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যে ফরাসি ফুটবল ম্যানেজার ক্লোদ মাকেলেলেও পদত্যাগের ঘোষণা দেন। তবে তিনি কারণ হিসেবে ‘অপ্রত্যাশিত ব্যক্তিগত কারণ’ দেখিয়েছেন। পদত্যাগের ঘটনা ঘটেছে এমন সময়, যখন দুই সপ্তাহ আগে থাইল্যান্ডের এক কর্মকর্তার বিতর্কিত মন্তব্যের কারণে কয়েকজন প্রতিযোগী প্রি–পেজ্যান্ট ইভেন্ট থেকে বেরিয়ে গিয়েছিলেন। খবর বিডিনিউজের।
হারফুশ তার পোস্টে আরও লিখেছেন, ১৩৬ দেশের প্রতিযোগীর মধ্য থেকে চূড়ান্তভাবে ৩০ জনকে বাছাইয়ের জন্য একটি অনানুষ্ঠানিক জুরিবোর্ড গঠন করা হয়েছে। এ দলের সিদ্ধান্ত নেওয়ার সময় আমাদের আসল আট সদস্যের জুরির কেউই উপস্থিত ছিলেন না, আমিও না। তিনি অভিযোগ করেছেন, অনানুষ্ঠানিক কমিটিতে এমন ব্যক্তিরা রয়েছেন, যাদের কিছু প্রতিযোগীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। হারফুশের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে মিস ইউনিভার্স অর্গানাইজেশন। তারা বলেছে, কোনো বাইরের গোষ্ঠীকে চূড়ান্ত প্রতিযোগী বাছাই করার অনুমতি দেওয়া হয়নি। সংস্থাটির দাবি, হারফুশ ‘বিয়ন্ড দ্য ক্রাউন’ নামে একটি কর্মসূচিকে অনানুষ্ঠানিক জুরি ভেবে ভুলভাবে ব্যাখ্যা করছেন। এটি মূল প্রতিযোগিতা থেকে স্বতন্ত্রভাবে পরিচালিত একটি সামাজিক উদ্যোগ। এর নিজস্ব নির্বাচন কমিটি রয়েছে। মাকেলেলেও ইনস্টাগ্রামে পদত্যাগের ঘোষণা দিয়ে পোস্টে লিখেছেন, ‘এটি তার জন্য কঠিন সিদ্ধান্ত ছিল। তিনি মিস ইউনিভার্সকে সর্বোচ্চ মর্যাদায় রাখেন। এটি নারী ক্ষমতায়ন, বৈচিত্র্য ও উৎকর্ষতার প্রতীক।’ চলতি মাসের শুরুতেই প্রতিযোগিতা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়।
থাইল্যান্ডের আয়োজক কমিটির পরিচালক নাওয়াত ইটসারাগ্রিসিল একটি প্রাক–ইভেন্টে মিস মেঙিকো ফাতিমা বোশকে প্রকাশ্যে প্রশ্ন করেন, কেন তিনি সোশাল মিডিয়ায় প্রচারণামূলক কনটেন্ট পোস্ট করছেন না।
ঘটনার ভিডিও ভাইরাল হলে দেখা যায়, বোশসহ কয়েকজন প্রতিযোগী অনুষ্ঠান থেকে বেরিয়ে যাচ্ছেন। কেউ কেউ নাওয়াতের দিকে চিৎকারও করছিলেন। পরবর্তী সময়ে নাওয়াত দাবি করেন, তার কথার কিছু অংশ ভুলভাবে বোঝা হয়েছে। তবু তার আচরণে ক্ষুব্ধ হয়ে মিস ইউনিভার্স অর্গানাইজেশন আন্তর্জাতিক কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল পাঠিয়ে প্রতিযোগিতার দায়িত্ব নিজের হাতে নিয়ে নেয়।
এই আয়োজনে বাংলাদেশ থেকে রয়েছেন তানজিয়া জামান মিথিলা। ‘পিপলস চয়েস’ বিভাগে কখনো প্রথম, কখনো দ্বিতীয় অবস্থানে উঠে তিনি আলাদা নজর কেড়েছেন। শুক্রবার থাইল্যান্ডের কেন্দ্রীয় শহর পাক ক্রেটে প্রতিযোগিতার চূড়ান্ত ফল ঘোষণা করা হবে। গেল বছরের মিস ইউনিভার্সের মুকুট জিতেছিলেন ডেনমার্কের ভিক্টোরিয়া কিয়ের থিলভিগ।












