শততম টেস্টের সেঞ্চুরি দাদা-দাদী, নানা-নানীকে উৎসর্গ করেছেন মুশফিক

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ২১ নভেম্বর, ২০২৫ at ৬:৩৩ পূর্বাহ্ণ

শততম টেস্টের সেঞ্চুরি দাদাদাদী, নানানানীকে উৎসর্গ করেছেন মুশফিক। সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, ‘আমার দাদাদাদী, নানানানী যখন বেঁচে ছিলেন, আমার সবচেয়ে বড় ভক্ত ছিলেন। মারা যাওয়ার আগে তারা যখন অসুস্থ ছিলেন, আমার এখনও মনে আছে তারা বলেছিলেন, ভাই তোমার খেলা দেখার জন্য হলেও আরও কিছুদিন বাঁচতে চাই। খুব কম নাতিনাতনিদের ভাগ্যে এমনটা জোটে। তাদের দোয়াতেই আমি আজকে এই পর্যায়ে। আরও অনেক মানুষের অবদান আছে। তবে বিশেষ এই অর্জন তাদেরকেই উৎসর্গ করতে চাই।’

পূর্ববর্তী নিবন্ধস্ত্রীর প্রতি কৃতজ্ঞতা মুশফিকের
পরবর্তী নিবন্ধশততম টেস্ট এবং সেঞ্চুরিতে মুশফিক একাদশতম