ভারত জয়ে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ২১ নভেম্বর, ২০২৫ at ৬:৩১ পূর্বাহ্ণ

নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে ড্রয়ের পর, ভারতের বিপক্ষে দারুণ জয়ে ফিফা র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। শীর্ষস্থানে আগের মতোই আছে স্পেন। পুরুষ ফুটবলের আন্তর্জাতিক বিরতি শেষের ২৪ ঘণ্টার মধ্যে চলতি বছরের শেষ র‌্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা। এবারের ফিফা উইন্ডোয় দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। গত বৃহস্পতিবার নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে ২২ ড্রয়ের পর, মঙ্গলবার এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ভারতকে ১০ গোলে হারিয়েছে তারা। তিন ধাপ এগিয়ে এখন ১৮০তম স্থানে আছে হাভিয়ের কাবরেরার দল। আর তাদের কাছে হেরে ছয় ধাপ পিছিয়ে ১৪২তম স্থানে আছে ভারত। এই সময়ে দুই ম্যাচ খেলে একটি করে জয় ও ড্রয়ে আগামী বছরের বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে স্পেন। পয়েন্ট কিছু কমলেও আগের মতোই শীর্ষে আছে তারা। চলতি মাসে আর্জেন্টিনা একটি প্রীতি ম্যাচ খেলেছে, অ্যাঙ্গোলার বিপক্ষে ম্যাচটি তারা ২০ গোলে জিতেছে। আগের মতো দ্বিতীয় স্থানে আছে তারা। পরের দুটি স্থানেও নেই কোনো পরিবর্তন।

পূর্ববর্তী নিবন্ধনিরব স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে এস এস ক্রিকেট একাডেমির জয়
পরবর্তী নিবন্ধসেমিতে আজ বাংলাদেশ-ভারত মুখোমুখি