নগরীর আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সিএমপি কমিশনার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২১ নভেম্বর, ২০২৫ at ৬:২৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ বলেছেন, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল থানা ও মহানগর গোয়েন্দা বিভাগকে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সকল বিভাগের উপপুলিশ কমিশনাররা তাদের আওতাধীন এলাকায় মাদক, চুরি, ছিনতাই, কিশোর গ্যাং কার্যক্রম এবং অন্যান্য অপরাধ প্রতিরোধে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। থানায় হত্যা মামলাসহ অন্যান্য মামলা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির মাধ্যমে জনগণের প্রতি কার্যকর পুলিশি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দেন সিএমপি কমিশনার।

এছাড়া তিনি মামলা নিষ্পত্তির হার বৃদ্ধি ও ওয়ারেন্ট তামিলের গতি বাড়াতেও তিনি বিশেষভাবে গুরুত্বারোপ করেন। ট্রাফিক বিভাগকে ফিটনেসবিহীন ও অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং ট্রাফিক ব্যবস্থা আরও গতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও দেন পুলিশ কমিশনার। গত বুধবার দুপুরে নগরীর দামপাড়ার সিএমপির সদর দপ্তরের সম্মেলন কক্ষে সিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এসব নির্দেশনা দেন। সভায় ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধশিল্প খাত দ্রুত সমপ্রসারিত হওয়ায় নিরাপত্তাজনিত চ্যালেঞ্জও বৃদ্ধি পাচ্ছে
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ তিন ইটভাটা