রাঙ্গুনিয়ায় গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ তিন ইটভাটা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ২১ নভেম্বর, ২০২৫ at ৬:২৯ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় কেএমআর, কেবিএম ও এসএবি নামে তিনটি ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে ইটভাটা তিনটির চিমনিসহ কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বেতাগী বানিয়াখোলা ও উত্তর রাঙ্গুনিয়ার মোহাম্মদপুর সোনারগাঁও এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইটপ্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধন আইন ২০১৯) ও বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর কতিপয় ধারা লঙ্ঘন করায় এই অভিযান চালানো হয়। অভিযানে উপজেলার বেতাগী ইউনিয়নের বানিয়াখোলা গ্রামের মেসার্স খাজা ম্যানু রিসোর্স ব্রিকস (কেএমআর), একই এলাকার মেসার্স কেবিএম ব্রিকস (কেবিএম) এবং উত্তর রাঙ্গুনিয়ার মোহাম্মদপুর সোনারঁগাও এলাকার মেসার্স শাহ আমানত ব্রিকস (এসএবি) ইটভাটায় অভিযান চালিয়ে চিমনিসহ কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক চন্দন বিশ্বাস।

পূর্ববর্তী নিবন্ধনগরীর আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে
পরবর্তী নিবন্ধনতুন বাংলাদেশ গড়তে তরুণদের ভূমিকা রাখতে হবে : ইসরাফিল খসরু