কর্ণফুলীতে পলিথিন কারখানা ও বিরিয়ানি বিক্রেতাকে জরিমানা

কর্ণফুলী প্রতিনিধি | শুক্রবার , ২১ নভেম্বর, ২০২৫ at ৬:২৫ পূর্বাহ্ণ

নিষিদ্ধ পলিথিন উৎপাদনের দায়ে কর্ণফুলীতে ড্রেসকোড এক্সেসরিস লিমিটেড নামে একটি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও একই অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে কর্ণফুলী ওরশ বিরিয়ানি নামে একটি রেস্তোরাঁকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার মইজ্জ্যারটেক ও শিকলবাহা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন হোসেন। তিনি বলেন, অভিযানে নিষিদ্ধ পলিথিন উৎপাদনের দায়ে শিকলবাহা এলাকায় অবস্থিত ড্রেসকোড এক্সেসরিজ লিমিটেডকে ২০ হাজার টাকা এবং কর্ণফুলী ওরশ বিরিয়ানিকে ৫ হাজার টাকা জরিমানাসহ সর্তক করা হয়। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধঅদ্ভুত আঁধারের কবি: জীবনানন্দ দাশের নীরব মহাকাব্য
পরবর্তী নিবন্ধ৪১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল বি ইউনিটের আলোচনা সভা