নিম সালুনের দেশ

হাসান মসফিক | শুক্রবার , ২১ নভেম্বর, ২০২৫ at ৬:২৪ পূর্বাহ্ণ

এই অরণ্যসমাধি ছেড়ে কোথায় যাব?

কেবল জোনাকি জ্বলুক আজ। নিম সালুনের বেশে এগিয়ে আসুক সকাল। যেন দাঁড়িয়ে রয়েছে তোমার পোষা দাঁড়কাক। প্রিয় চলে যাবে দূরদেশে। সমুদ্র দিক সঙ্গ, রাত পোহাক। একমনে তাকিয়ে র’বো দূর মীমাংসার দিকে। হাঁসপাল চরাতে যাব, যমুনা কিনারে। ঢেউ এসে জমা হবে, পাড় ভেঙ্গে পড়া দেখব। এ অভিজ্ঞান হয়ত আমাকেও নিয়ে যাবে, বিষণ্ন মৌমাছির কাছে।

সখা, নিয়ে যাও আজ সকল সাঙ্গ করে। যা ছিল আজও দূরতর

পূর্ববর্তী নিবন্ধঅ্যান্ড্রয়েড নদী
পরবর্তী নিবন্ধঅদ্ভুত আঁধারের কবি: জীবনানন্দ দাশের নীরব মহাকাব্য