বোয়ালখালীতে দুই সিএনজি টেক্সির মুখোমুখি সংঘর্ষে সাংবাদিকসহ ৫ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পৌরসভার পূর্ব গোমদণ্ডী মুজাহিদ চৌধুরী পাড়ার সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, সাংবাদিক মুজাহিদুল ইসলাম (৫৭), মো. আকিব (২৪), মো. জোনায়েদ (১৬), জাহানারা বেগম (৫৫) ও টেক্সি চালক মোরশেদ (৪৩)।
প্রত্যক্ষদর্শীরা বলেন, কানুনগোপাড়া থেকে আসা একটি টেক্সির সাথে বিপরীত দিক থেকে যাওয়া অপর একটি টেক্সির সংঘর্ষ হয়। এতে একটি টেক্সির সামনের অংশ দুমড়ে–মুচড়ে যায় এবং গাড়ির চাকা খুলে যায়। এ ঘটনায় আহত ৫ জনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মিরাজ মোস্তফা বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।












