চন্দনাইশে মো. রেজাউল করিম (৪৬) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার বরকল ইউনিয়নের পাঠানদন্ডী এলাকায় নিজ বসতঘরে এ ঘটনা ঘটে। নিহত রেজাউল করিম ওই এলাকার দুদু মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, রেজাউল করিমের ছেলে–মেয়েরা স্কুলে আর স্ত্রী পারিবারিক কাজে বাইরে গিয়েছিলেন। বাড়িতে কেউ ছিল না। দুপুরে ছেলে–মেয়েরা স্কুল থেকে ফিরে দরজা বন্ধ দেখে আশপাশের লোকজনদের ডাকে। এ সময় অনেক ডাকাডাকির পরও রেজাউল করিম দরজা খুলেননি। পরে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে বিমের সাথে রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তাকে পাওয়া যায়।
স্থানীয় সাংবাদিক আবু তোরাব চৌধুরী জানান, রেজাউল করিম অভাবগ্রস্ত ছিলেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।












