মাদরাসা-এ তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়ায় নতুন একাডেমিক ভবনের নির্মাণকাজ উদ্বোধন

| শুক্রবার , ২১ নভেম্বর, ২০২৫ at ৬:১৯ পূর্বাহ্ণ

চন্দ্রঘোনার মাদরাসা এ তৈয়বিয়া অদুদিয়া সুন্নিয়া ফাযিল শিক্ষার পরিবেশকে যুগোপযোগী ও আধুনিকায়ন করার লক্ষ্যে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে ৬ তলা বিশিষ্ট একটি একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। আনজুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের অধীনে পরিচালিত এ মাদরাসার জন্য সম্পূর্ণ নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় এই ভবনটি নির্মাণ করে দিচ্ছেন এপিক প্রোপার্টিজ লিমিটেডের পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার হোসেন।

গত ১৯ নভেম্বর মাদরাসা প্রাঙ্গণে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

মাদরাসা পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ সামশুদ্দীনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন, আনজুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল আনোয়ার হোসেন। তিনি বলেন, এই ভবন কেবল ইটপাথরের দেয়াল নয়, এটি হবে জ্ঞানের আলো বিকিরণের অন্যতম কেন্দ্র। প্রকৌশলী আনোয়ার হোসেন শুধু একটি ভবনই দান করছেন না, তিনি দান করছেন আগামী প্রজন্মের জন্য একটি আলোকিত ভবিষ্যৎ।

প্রধান অতিথি প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, এই মাদরাসার সাথে আমার সম্পর্ক শৈশবের। এই চন্দ্রঘোনার মাটি ও মানুষের সাথে আমার আত্মার বন্ধন। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম, আমার এলাকার এই প্রিয় প্রতিষ্ঠানটির জন্য কিছু করে যাবো। আজ মহান আল্লাহর রহমতে সেই স্বপ্ন বাস্তবায়নের সূচনা হতে যাচ্ছে। শিক্ষা ও দ্বীনি শিক্ষা মুসলমানদের আত্মপরিচয় ও নৈতিকতার ভিত্তি। এই দুইয়ের সমন্বয়েই গড়ে উঠবে একটি আলোকিত সমাজ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আনজুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল হক, ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমরউদ্দিন সবুর, কেবিনেট সদস্য যথাক্রমে পেয়ার মোহাম্মদ, মোহাম্মদ হোসেন খোকন ও কার্যকরী সদস্য তৌহিদ করিম, মাহবুব সাফা। মাদরাসার অধ্যক্ষ ও অনুষ্ঠানের উদ্বোধক মুফতি মোহাম্মদ মুজিবুর রহমান নেজামী বলেন, এই ভবন নির্মিত হলে আমাদের শিক্ষার্থীরা আধুনিক সব সুযোগসুবিধা পাবে। এটি প্রতিষ্ঠানের শিক্ষার গুণগত মান উন্নয়নে বিরাট ভূমিকা রাখবে।

মাদরাসার পক্ষ থেকে অধ্যাপক আনোয়ার হোসেন (শিক্ষক প্রতিনিধি) ভবন দাতা ও তার পরিবারের জন্য রহমত ও শুকরিয়া আদায় করেন। শেষ পর্বে মিলাদ মাহফিল ও কিয়াম অনুষ্ঠিত হয়। মুফতি মুজিবুর রহমান নেজামীর নেতৃত্বে বিশেষ দোয়া মাহফিলে দেশ, জাতি, উম্মাহ ও মানবতার শান্তি এবং মাদরাসার সকল দানশীল ব্যক্তির জন্য মুনাজাত করা হয়। এরপর গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ভবন দাতা কর্তৃক ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে ৬ তলা আধুনিক একাডেমিক ভবন নির্মাণের কাজের আনুষ্ঠানিক সূচনা ঘটে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজ থেকে দুইদিনব্যাপী ‘মিস্টার চট্টগ্রাম ওপেন বডিবিল্ডিং প্রতিযোগিতা ২০২৫’ শুরু
পরবর্তী নিবন্ধচবি দর্শন বিভাগ ও ফিলোসোফি ক্লাবের ফিলোসোফি উৎসব