বাংলাদেশ মেরিন কন্ট্রাক্টর এসোসিয়েশনের (বিএমসিএ) কার্যনির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলমগীর হোসেনের বড় ভাই মোঃ ইউনুস (৬৫) গতকাল বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটের সময় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ বহু আত্মীয়স্বজন ও গুণাগ্রাহী রেখে গেছেন। আজ শুক্রবার সকাল ১টার সময় নিউমুরিং এমপিবি গেটস্থ ইউছুপ মালুম জামে মসজিদে মরহুমের যানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং মহল্লার কবরস্থানে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে বাংলাদেশ মেরিন কন্ট্রাক্টর এসোসিয়েশন পরিবারের পক্ষে সভাপতি হাজী মোহাম্মদ ইলিয়াছ ও সাধারণ সম্পাদক মোঃ মুনছুর আলম গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। প্রসঙ্গত গতকাল মরহুম মো. ইউনুসের ছোট ভাই মোঃ নুরুল আলম ইন্তেকাল করেছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।










