আর তাদের (মোকাবিলার) জন্য প্রস্তুত রাখো যে শক্তি তোমাদের মধ্যে রয়েছে এবং যতসংখ্যক ঘোড়া বাঁধতে পারো,
– আল–কুরআনের বঙ্গানুবাদ (৮:৬০) সূরা আল–আন্ফাল।
আত্মগর্ব এমন একটি জগন্য পাপ, যাহা সত্তর বৎসরের নেক আমলকে বরবাদ করিয়া দেয়।
– আল–হাদীস (বায়হাকী)।
কর্মোজ্জ্বল দিনগুলিই প্রকৃতপক্ষে সোনালি দিন।
– মিল্টন।







