বোস ব্রাদার্সে তেলাপোকা চিকা ইঁদুর, রয়েল সুইটসে মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২১ নভেম্বর, ২০২৫ at ৫:৪৮ পূর্বাহ্ণ

অস্বাস্থ্যকর পরিবেশে পোকামাকড়যুক্ত খাদ্য উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণসহ নানা অপরাধে নগরীর বোস ব্রাদার্স ও রয়েল সুইটসকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বৃহস্পতিবার নগরীর নন্দনকানন এলাকায় এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হক ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা।

অভিযানে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ জানান, অভিযানে নন্দনকাননের বোস ব্রাদার্সকে তিন লাখ টাকা ও এনায়েত বাজারের রয়েল সুইটসকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। নন্দনকাননের বোস ব্রাদার্সে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত অভিযানের সময় দেখা যায়, মিষ্টি বানানোর স্থানে ইঁদুর, তেলাপোকা, চিকা ও টিকটিকির বিচরণ; অস্বাস্থ্যকর পরিবেশে অসুস্থ কর্মীদের দিয়ে অনিবন্ধিত উপায়ে খাদ্য উৎপাদন; রান্নাঘরে আবর্জনা জমিয়ে রাখা এবং লেবেলিং প্রবিধানমালা লঙ্ঘনসহ একাধিক গুরুতর অসঙ্গতি।

অপরদিকে এনায়েত বাজারের রয়েল সুইটসে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির দায়ে এই প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজামালখান-আন্দরকিল্লায় ফুটপাত থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ
পরবর্তী নিবন্ধরাউজানে বাইক-সাইকেল সংঘর্ষে আহত যুবকের মৃত্যু