জামালখান-আন্দরকিল্লায় ফুটপাত থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ

চসিকের অভিযান

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২১ নভেম্বর, ২০২৫ at ৫:৪৭ পূর্বাহ্ণ

নগরীর অন্যতম ব্যস্ততম সড়ক জামালখান মোড় থেকে আন্দরকিল্লা মোড় পর্যন্ত ফুটপাত দখলমুক্ত করতে চসিকের বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ অভিযানে দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট, ভ্যানগাড়ি ও অস্থায়ী স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।

চসিক জানায়, পথচারীদের নিরাপদ, নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক চলাচল নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ফুটপাত দখল করার কারণে সাধারণ মানুষ প্রতিনিয়ত সড়কে নেমে চলতে বাধ্য হতে হচ্ছিল, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছিল। তাই জনস্বার্থে চসিক এই অভিযানে কঠোর অবস্থান গ্রহণ করে। অভিযান তদারকি করেন মেয়রের একান্ত সহকারী সচিব মারুফুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা পর্ণব শর্মা, জোন কর্মকর্তা জাহেদউল্লা রাশেদ, জোন কর্মকর্তা হাসান রেজাসহ চসিকের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের একটি বিশেষ টিমও অভিযানে সহায়তা করে।

চসিকের দায়িত্বশীল কর্মকর্তারা বলেন, ফুটপাত হলো নগরবাসীর নির্বিঘ্নে চলাচলের জন্য। মানুষের চলাচলের পথ দখল করে ব্যক্তিগত ব্যবসা পরিচালনা করা অপরাধ। নগরকে সুশৃঙ্খল, পরিচ্ছন্ন এবং দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

পূর্ববর্তী নিবন্ধপ্রকাশিত সংবাদ সম্পর্কে আশিকের বক্তব্য
পরবর্তী নিবন্ধবোস ব্রাদার্সে তেলাপোকা চিকা ইঁদুর, রয়েল সুইটসে মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি