দৈনিক আজাদীর শেষ পৃষ্ঠায় গতকাল প্রকাশিত ‘বাঁশখালীতে বিএনপির মনোনয়ন বঞ্চিতদের অসন্তোষ ক্রমেই বাড়ছে’ শীর্ষক সংবাদের অংশবিশেষের প্রতিবাদ জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিক। তিনি বলেছেন, তিনি অন্য কোনো প্রার্থীকে সমর্থন করেননি।
এছাড়া এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘সংবাদে আমার নামে এমন বক্তব্য ছাপানো হয়েছে, যা আমি কোনোভাবে অবগত ছিলাম না এবং বাঁশখালীর প্রতিবেদক আমার সঙ্গে আমার বক্তব্য নেয়ার জন্য কোনো যোগাযোগও করেননি। আমি অবশ্যই বিএনপি মহাসচিব ঘোষিত বাঁশখালীর প্রাথমিক মনোনয়নকে সমর্থন দেইনি। বিএনপি মহাসচিব এই তালিকাকে প্রাথমিক এবং ভবিষ্যতে পরিবর্তন করার কথাও বলেছেন। তাই আমার ত্যাগ, মেধা, নির্যাতনের বর্ণনা এবং ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে আমার ভূমিকা বিএনপির মনোনয়ন বোর্ডে তুলে ধরার পরে কি সিদ্ধান্ত আসে তারপর আমি আমার সিদ্ধান্ত মিডিয়াকে জানাব। আমাকে নিয়ে এই ধরনের অযাচিত ও আনইথিকাল সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’












