আনোয়ারা বিএনপি ও দক্ষিণ জেলা যুবদলের দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ২১ নভেম্বর, ২০২৫ at ৫:৪৫ পূর্বাহ্ণ

বহিষ্কারাদেশ প্রত্যাহার করে আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ইলিয়াস কাঞ্চন চেয়ারম্যান এবং দক্ষিণ জেলা যুবদলের ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল করিমের প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ইলিয়াস কাঞ্চন চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল করিমের আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসেন্টমার্টিনে যেতে প্রস্তুত পর্যটকবাহী ৭ জাহাজ
পরবর্তী নিবন্ধচতুর্থ দফায় পরীক্ষা স্থগিত, হরতালও প্রত্যাহার