বান্দরবানের কেওক্রাডং যাওয়ার পথে পর্যটকবাহী জিপ (চাঁদের গাড়ি) উল্টে ১১ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে কেওক্রাডং সড়কের পেঁপে বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
আহতরা হলেন, কুষ্টিয়া জেলার সিদ্দিকুর রহমান (৫৫), হাশমত (৪৫), রাশেদুল (৪৪), আফিকুল ইসলাম (৪৪), মো. সোহেল রানা (৪৫), মো. ফারুক আহমেদ (৪২), আকরাম আলী (৩৭), জুমা (২৬), রুমি আক্তার (২৮), বেলায়েত (৩৩) ও রুমা উপজেলার সদর ইউনিয়নের বড়ুয়াপাড়ার বাসিন্দা ট্যুরিস্ট গাইড স্বপন বড়ুয়া (৩৪)।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, ১৩ সদস্যের পর্যটক দল বগালেক থেকে চাঁদের গাড়িতে করে কেওক্রাডং পাহাড়ে যাচ্ছিলেন। সড়কপথে গাড়িটি পেঁপে বাগান এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশেই উল্টে যায়। এতে ১১ জন আহত হন।
রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী জানান, ভোরে বগালেক থেকে কেওক্রাডংমুখী যাত্রীবাহী চাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে গাড়িতে থাকা ১১ জন পর্যটক গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে যায়। তবে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহরাওয়ার্দী।












