কক্সবাজার–২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনের সাবেক সংসদ সদস্য আশেক উল্লাহ রফিকের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বিপুল পরিমাণ সম্পদ অর্জন, দখলে রাখা এবং সন্দেহজনক ব্যাংক লেনদেনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এদিকে, তার স্ত্রী সাহেদা নাসরীনের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছে সংস্থাটি। গতকাল বৃহস্পতিবার দুদক প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন। খবর বাসসের।
দুদক জানায়, কঙবাজার–২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনের সাবেক এমপি আশেক উল্লাহ রফিক বৈধ আয়ের উৎসের তুলনায় ৩ কোটি ৯২ লাখ ৭৭ হাজার ১৩৯ টাকা অধিক সম্পদ অর্জন ও দখলে রেখেছেন। প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, তার নামে ৫টি ব্যাংকের ১৪টি হিসাবে মোট ৭৫ কোটি ৪৬ লাখ ৩৭ হাজার ৩২২ টাকার সন্দেহজনক লেনদেন পাওয়া গেছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ধারা ২৭(১), দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ধারা ৫(২) এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ধারা ৪(২) ও ৪(৩)-এ মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, অভিযুক্তের স্ত্রী সাহেদা নাসরীনের বিরুদ্ধেও জ্ঞাত আয় বহির্ভূত ৫৭ লাখ ৫২ হাজার ৩০৬ টাকার সম্পদের প্রমাণ পেয়েছে দুদক। তার নামে–বেনামে আরো সম্পত্তি থাকতে পারে বলেও ধারণা করছে কমিশন। এজন্য দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(১) ধারায় তার কাছে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ জারি করা হয়েছে।












