রাঙ্গুনিয়ায় যাত্রীবাহী সিএনজি টেক্সির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ঠান্ডাছড়ি গরুঘাটা এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় আরও তিন যাত্রী আহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম আর টি রাশেদুল ইসলাম (২৫)। তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার দমদমিয়া দক্ষিণ হ্নীলা এলাকার আবুল বশরের ছেলে এবং রাঙামাটি সরকারি কলেজের ইতিহাস বিভাগের স্নাতক ২০২২–২৩ শিক্ষাবর্ষের ছাত্র।
পুলিশ জানায়, নিহত ওই কলেজ ছাত্র পড়াশোনার পাশাপাশি একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় চাকরি করতেন। সেই সুবাদে পটিয়াতেই থাকতেন। বৃহস্পতিবার তার কলেজে পরীক্ষা দেওয়ার কথা ছিল। এ কারণে রাঙামাটি যাচ্ছিলেন। তবে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ হারান। এ ঘটনায় সিএনজি টেক্সির আরও তিন যাত্রী আহত হয়েছেন।
এদিন সকালে সরজমিনে গেলে দেখা গেছে, রাশেদুলকে বহন করা গাড়িটি দুমড়ে–মুচড়ে গেছে। সেখানে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন এক কলেজছাত্র। পাশে থাকা ফাইলের ভেতরে ছিল পরীক্ষার প্রবেশপত্র। তবে সেই পরীক্ষা দেওয়া আর হল না। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। তার মৃত্যুর খবরে কলেজে শোকের ছায়া নেমে আসে।
এসময় ঘটনাস্থলে আসা রাজানগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নজরুল ইসলাম জানান, রাউজানের দিক থেকে সিএনজি টেক্সি যোগে নিহত রাশেদসহ চার যাত্রী রাঙ্গুনিয়ার দিকে আসছিলেন। বিপরীত দিক থেকে ট্রাকটি যাওয়ার পথে ছাইরীবাজার দিক থেকে আসা একটি চাঁদের গাড়ি ট্রাকটিকে চাপ দেয়। চাপ খেয়ে ট্রাকটি কাটাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা সিএনজি টেক্সিকে চাপা দেয়। এতে গাড়িটিতে থাকা কলেজ ছাত্রটি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। বাকি তিন যাত্রীকেও আশংকাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
জানতে চাইলে সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম শিফাতুল মাজদার বলেন, তার সঙ্গে থাকা কলেজের পরিচয়পত্র থেকে পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। লাশ থানায় আছে। তার পরিবারের সাথেও কথা হয়েছে। উনারা আসতেছেন। তাদের অভিযোগের উপর ভিত্তি করে এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।











