সিএসইতে লেনদেন ৯.৪২ কোটি টাকা

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ২০ নভেম্বর, ২০২৫ at ৯:৫৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ৯.৪২ কোটি টাকা। মোট ১,০৯৬টি লেনদেনের মাধ্যমে মোট ৭১.৬৮ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১১৪.৯৪ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৩,৬৪১.৪২ পয়েন্ট। সিএসই৫০ মূল্যসূচক ৩.১৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৫৮.০৫। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ৯.৭১ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮৬৪.২৮ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ১,৫২৯.২৮ পয়েন্ট।

গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৬৮৭,৪০০.৩৫ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭৩,৬৭৩.৯০ কোটি টাকা। সিএসইতে ৬৩৭ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৬০টির। এর মধ্যে দাম বেড়েছে ১২৫টির, দাম কমেছে ২৫টির আর অপরিবর্তিত রয়েছে ১০টির।

পূর্ববর্তী নিবন্ধগ্রুপ থিয়েটার উৎসবে নাটক ফায়ার মঞ্চস্থ
পরবর্তী নিবন্ধলেবাননে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, নিহত ১৩