সিটি কর্পোরেশনকে হারিয়ে ব্রাদার্স ইউনিয়নের প্রথম জয়

মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ২০ নভেম্বর, ২০২৫ at ৯:৫৩ পূর্বাহ্ণ

সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টে প্রথম জয় পেয়েছে চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন ক্লাব। গতকাল বুধবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা ৩০ গোলে অফিস দল চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশকে পরাজিত করে সেমিফাইনালের পথে এগিয়ে গেছে। এ জয়ে ব্রাদার্স ইউনিয়ন ৩ খেলা শেষে ৪ পয়েন্ট পেয়েছে। তাদের কল্লোল সংঘ গ্রীণের সাথে একটি খেলা বাকি আছে। এ খেলায় জিতলে কিংবা ড্র হলে তাদের সেমিফাইনাল খেলা শতভাগ নিশ্চিত হয়ে যাবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ ৩ খেলা শেষে ৩ পয়েন্ট অর্জন করেছে। তারা ২টি খেলায় হার এবং ১টি খেলায় জয় পেয়েছে। তাদের বাকি খেলা আছে মোহামেডানের সাথে। কল্লোল সংঘ গ্রীণ যদি তাদের পরবর্তী খেলায় ড্র কিংবা পরাজিত হয় তবে সিটি কর্পোরেশনও সেমিফাইনালে উঠে যাবে। গতকাল ব্রাদার্স ইউনিয়ন এবং সিটি কর্পোরেশন একাদশ সমানতালে খেলা শুরু করলেও সুযোগের সদ্ব্যবহার করে ব্রাদার্স ইউনিয়ন এগিয়ে যেতে সমর্থ হয়। প্রথমার্ধের শুরুতে ব্রাদার্স ইউনিয়নের শাহিন আলম ভালো একটি সুযোগ পেয়েছিলেন। তার শট ক্রস পিচে লাগে। ফলে বঞ্চিত হতে হয় ব্রাদার্স ইউনিয়নকে। প্রথমার্ধের শেষের দিকে খেলার ৪২ মিনিটের সময় ব্রাদার্স খেলায় এগিয়ে যায়। নাসির উদ্দিনের কাছ থেকে বল পেয়ে সাহাদাত হোসেন রনি ক্রস করেন বক্সে। সেখানে ছিলেন মোহাম্মদ আমিরুজ্জামান সায়মন। তিনি টোকা দিয়ে বল জালে জড়িয়ে দেন। ব্রাদার্স এগিয়ে যায় ১০ গোলে। এ গোলের রেশ মিলতে না মিলতেই দু’মিনিট বাদে গোলসংখ্যা দ্বিগুন করে ফেলে ব্রাদার্স ইউনিয়ন। রাইট উইং দিয়ে গড়ে উঠা আক্রমন থেকে বল আসে সায়মনের কাছে। তিনি আড়াআড়ি শটে বল জালে ঢুকিয়ে দেন ()। অল্প সময়ে দুই গোলে এগিয়ে যাওয়া উজ্জীবিত ব্রাদার্স এই ব্যবধানেই বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে সিটি কর্পোরেশন একাদশ গোল শোধের চেষ্টায় একের পর এক আক্রমন করতে থাকে। কিন্তু তাদের আক্রমনগুলো কোনভাবেই গোলের সুযোগ সৃষ্টি করতে পারেনি। ব্রাদার্সের রক্ষণভাগে গিয়েই সব আক্রমন কেমন যেন ধার হারিয়ে ফেলছিল। মাঝে মাঝে দু’একটি শট নেয়া হলেও তা লক্ষ্যভেদী ছিল না।

ফলে গোল আদায় করতে ব্যর্থ হয় অফিস দলটি। উপরন্তু এ অর্ধের ৪০ মিনিটের সময় আরো একবার পিছিয়ে পড়ে তারা। লেফ্‌্‌ট উইং থেকে ব্রাদার্সের কাউসার আলী রাব্বির মাইনাস সিটি কর্পোরেশন একাদশের বক্সে পড়ে। বলটি সিটির ডিফেন্ডার আলমগীরের গায়ে লেগে জালে ঢুকে যায়। তাতে করে ৩০ ব্যবধানে এগিয়ে থাকে ব্রাদার্স ইউনিয়ন। বাকি সময় এই ব্যবধানই বজায় থাকলে দ্বিতীয় হার নিয়ে মাঠ ত্যাগ করতে হয় অফিস দল চট্টগ্রাম সিটি কর্পোশেন একাদশকে। গতকালের খেলায় ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন ব্রাদার্স ইউনিয়নের মো. আমিরুজ্জামান সায়মন। খেলা শেষে ম্যান অব দা ম্যাচের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট এবং নগদ ২,০০০ টাকা তুলে দেন নবীন মেলা ক্লাবের সভাপতি জামাল উদ্দিন বাবুল, সাবেক সিজেকেএস নির্বাহী সদস্য আছলাম মোরশেদ, সিজেকেএস কাউন্সিলর সিরাজুল আলম ও জাহেদ হোসেন। আজ ও আগামীকাল টুর্নামেন্টের কোন খেলা নেই। আগামী ২২ নভেম্বর শনিবার, দুপুর ২.৩০ টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ এবং চট্টগ্রাম মোহামেডান স্পোর্র্টিং ক্লাব পরস্পরের মোকাবেলা করবে।

পূর্ববর্তী নিবন্ধশততম টেস্টে মুশফিকের সম্মাননা
পরবর্তী নিবন্ধসুবীর নন্দীকে মনে পড়ে?