শততম টেস্টে মুশফিকের সম্মাননা

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ২০ নভেম্বর, ২০২৫ at ৯:৫২ পূর্বাহ্ণ

বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে শততম টেস্ট খেলার জন্য অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমকে সম্মাননা জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গতকাল টেস্টের প্রথম দিনের খেলা শেষে মাঠে উপস্থিত থেকে মুশফিকের হাতে ক্রেস্ট তুলে দেন আসিফ মাহমুদ। এ সময় তাঁর সাথে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। শততম টেস্ট খেলার জন্য মুশফিককে অভিনন্দন জানান আসিফ মাহমুদ।

তিনি আরও বলেন, ‘আশা করি মুশফিক ভাইকে অনুসরণ করে আমাদের আরও অনেক খেলোয়াড় শততম টেস্টের মাইলফলক স্পর্শ করবেন। মুশফিক ভাইয়ের সাথে আমাদের শৈশব জড়িত। আমাদের বয়সী যারা আছে, যখন দেখতাম বাংলাদেশের অবস্থা খারাপ, কিন্তু মুশফিক ভাই যখন মাঠে আসতেন, তখন একটু স্বস্তি লাগতো, এবার দল স্টেবল হবে, এখন একটু রান হবে, দল টিকতে পারবে।’ এদিকে মুশফিকের শততম টেস্টে বিশেষ সম্মাননার আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টসের পর মুশফিকের সম্মাননা অনুষ্ঠান শুরু হয়। মাঠে উপস্থিত ছিলেন বোর্ড কর্মকর্তারা, মুশফিকের পরিবারের সদস্য ও সাবেক সতীর্থরা। সম্মাননার শুরুতে মুশফিককে ‘১০০’ খোদাই করা বিশেষ টেস্ট ক্যাপ মাথায় পরিয়ে দেন বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। অভিষেক টেস্টেও মুশফিককে ক্যাপ পরিয়ে দিয়েছিলেন ঐ ম্যাচের দলনেতা হাবিবুল। এরপর মুশফিককে বিশেষ ব্যাগি ক্যাপ উপহার দেন জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক আকরাম খান।

শততম টেস্টে মুশফিকের হাতে বিশেষ ক্রেস্ট তুলে দেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ও পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। মুশফিকের প্রথম ও শততম টেস্টে খেলা সতীর্থদের স্বাক্ষর করা জার্সি তার হাতে তুলে দেন হাবিবুল ও বর্তমান টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শততম টেস্টে বিশেষ সম্মাননা পেয়ে মুশফিক বলেন, ‘আল্লাহকে ধন্যবাদ দারুণ এক সুযোগের জন্য। যারা এখানে উপস্থিত আছেন সবাইকেও ধন্যবাদ জানাতে চাই। আমার পরিবারের সব সদস্য, বাবামাকে কৃতজ্ঞতা জানাতে চাই। আমার সতীর্থ, কোচ, বন্ধু ও সব ভক্তদেরও ধন্যবাদ জানাতে চাই, বিশেষ করে আমার স্ত্রীকে। আমি বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। বাংলাদেশ ক্রিকেটের জন্য আমিও শতভাগ দেব, যেমনটা সব সময় চেষ্টা করি। এখানে থাকার জন্য আয়ারল্যান্ড ক্রিকেট দলকেও ধন্যবাদ জানাতে চাই।’ মুশফিককে নিয়ে বাংলাদেশ অধিনায়ক শান্ত বলেন, ‘অভিনন্দন মুশফিক ভাই। এটা আপনার ও পরিবারের জন্য গর্বের মুহূর্ত। আমরা আপনাকে ছোটবেলা থেকে অনুসরণ করেছি ও আপনার দ্বারা অনুপ্রাণিত হয়েছে। আমি আশা করি মাঠ ও মাঠের বাইরে আপনি যে কঠোর পরিশ্রম করেন সেটা চালিয়ে যাবেন। আমার জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি সব সময় দলের জন্য খেলেন। আপনি নিজের নয়, দলের কথা চিন্তা করেন।’

পূর্ববর্তী নিবন্ধআয়োজন দেখে মুগ্ধ মুমিনুল এমন সংস্কৃতিই দেখতে চান
পরবর্তী নিবন্ধসিটি কর্পোরেশনকে হারিয়ে ব্রাদার্স ইউনিয়নের প্রথম জয়