ভারত ম্যাচ দিয়েই শুরু হবে বাংলাদেশের যুব বিশ্বকাপ অভিযান

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ২০ নভেম্বর, ২০২৫ at ৯:৫০ পূর্বাহ্ণ

বাংলাদেশের অনূর্ধ্ব১৯ দল আগামী যুব বিশ্বকাপ মিশন শুরু করবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। জিম্বাবুয়ে ও নামিবিয়ায় যৌথভাবে আয়োজিত এই আসর শুরু হতে যাচ্ছে ১৫ জানুয়ারি। বাংলাদেশের প্রথম ম্যাচ ১৭ জানুয়ারি জিম্বাবুয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে। আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে খেলতে নামবেন জাওয়াদ আবরারসহ তরুণ টাইগাররা। আইসিসি প্রকাশিত সূচি অনুযায়ী, বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে, যেখানে প্রতিপক্ষ ভারত, যুক্তরাষ্ট্র এবং নিউজিল্যান্ড। ২০২০ সালের চ্যাম্পিয়ন বাংলাদেশ গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে ২০ জানুয়ারি, শেষ ম্যাচ ২৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে। ১৬ দলের এই বিশ্বকাপে চারটি গ্রুপ গঠন করা হয়েছে। ‘বি’ গ্রুপে আছে আয়োজক জিম্বাবুয়ে, পাকিস্তান, ইংল্যান্ড ও স্কটল্যান্ড। ‘সি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, জাপান ও শ্রীলঙ্কা। ‘ডি’ গ্রুপে রয়েছে তানজানিয়া, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল সুপার সিক্সে উঠবে। ২৩ দিনব্যাপী টুর্নামেন্টে মোট ৪১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম সেমিফাইনাল ৩ ফেব্রুয়ারি কুইন্সল্যান্ড স্পোর্টস ক্লাবে এবং দ্বিতীয় সেমিফাইনাল ৪ ফেব্রুয়ারি হারারে স্পোর্টস ক্লাবে। ফাইনাল মাঠে গড়াবে ৬ ফেব্রুয়ারি। মূল টুর্নামেন্টের আগে ৯ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে প্রস্তুতি ম্যাচ। জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব, তাকাশিঙ্গা স্পোর্টস ক্লাব এবং বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবসহ নামিবিয়ার এইচপি ওভাল এবং নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে হবে যুব বিশ্বকাপের সব ম্যাচ।

পূর্ববর্তী নিবন্ধআন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
পরবর্তী নিবন্ধআয়োজন দেখে মুগ্ধ মুমিনুল এমন সংস্কৃতিই দেখতে চান