চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার ফুটবল কমিটি গঠন

| বৃহস্পতিবার , ২০ নভেম্বর, ২০২৫ at ৯:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার ২০২৬২০২৭ সালের ফুটবল কমিটি গঠন করা হয়েছে। সংস্থার সাধারণ সম্পাদকের সুপারিশে সভাপতি পুলিশ কমিশনার হাসিব আজিজের অনুমোদনক্রমে এক অফিস আদেশে কমিটি গঠন করা হয়। এতে সিএমপি পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) আমিনুল ইসলাম চেয়ারম্যান ও মাহ্‌বুব উল আলম ভূঁইয়া (মুকুল) সম্পাদক মনোনীত হন। অন্যদের মধ্যে ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনীত হন মো. ইবাদুল হক লুলু, অধ্যাপক সুমন বড়ুয়া, সহকারী পুলিশ কমিশনার (ফোর্স), তাসবীর হাকিম, আবু নাছের মো. ওয়াহিদ দুলাল, রাকিব মাহমুদ, মোহাম্মদ নাছির মিয়া, সাবেক জেলা ফুটবলার সজীব বিকাশ বড়ুয়া টুটুল, আইয়ুব আলী। যুগ্মসম্পাদক মনোনীত হন এম এ মুছা বাবলু, মো. জহির উদ্দিন, মোহাম্মদ নাছির, মোহাম্মদ মারুফ,আইনুল কবির জিতু। এছাড়াও চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহাবউদ্দিন আহামদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান, নিয়াজ মোহাম্মদ খান, ফরিদ আহমেদ পদাধিকার বলে এবং মমতাজুল হক রুক্কু, সেকান্দর কবির, কায়সার মির্জা, অধ্যাপক যাহেদুর রহমান, নওশাদ আলম চৌধুরী, সাবেক ফুটবলার দেবাশীষ বড়ুয়া, ডা. ইসতিয়াক আজিজ খান, শাহ্‌নেওয়াজ রিটন, মো. শাহজাহান, আর.আই,সিএমপি, ডা. সৈয়দ সাইফুল ইসলাম, ক্রীড়া সাংবাদিক আবু জাফর মোহাম্মদ হায়দার, ক্রীড়া সাংবাদিক সুলতান মাহমুদ সেলিম, ক্রীড়া সাংবাদিক হুমায়ুন কবির কিরন,মো. মনির হাসান ভূইয়া (আনোয়ার), মোহাম্মদ মুছা, আব্দুল গফুর পন্টি, ফুটবল কোচ মো. হায়দার কবির প্রিন্স, সাবেক ফিফা রেফারী মারুফ সিকদার, সাবেক ফুটবলার আনিসুর রহমান মিরাজ, সাবেক ফুটবলার কাজী কামরুল ইসলাম পাভেল, মোহাম্মদ আবদুর রহিম, সাবেক ফুটবলার আরিফ মো. অনিক, মাহবুব আলম রাজিব, ফুটবল কোচ মহসিন সাজু, মো. গালিব, মুনতাসির মাহমুদ, ইয়াসিন আরাফাত, ইকরাম আবছার, নুরুল আমিন, আলী আকবর, আবদুল মান্নান, এস এম নাছির, মো. ইফাজ খান,মোহাম্মদ মোফাজ্জল হোসেন মাহফুজ, মো. সুমন মিয়া, মো. জুবায়ের উদ্দিন, আশরাফ হোসেন মুকতার, সাইদুল ইসলাম বিপলু সদস্য। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনারী কাবাডি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম পরাজয়
পরবর্তী নিবন্ধআন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন