ফতেয়াবাদ আদর্শ বহুমূখী উচ্চ বিদ্যালয়ে বাষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে গত ১৮ নভেম্বর রজনীকান্ত পাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। শিক্ষক মুহাম্মদ আতিকুল ইসলাম ও সাজিয়া আফরীন কুহেলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও হাটহাজারী ৫ আসনের ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিন। তিনি বলেন, আজকের প্রজন্ম আগামী দিনের বাংলাদেশ গড়ার চালিকা শক্তি। সুশিক্ষায় শিক্ষিত করতে হবে এ প্রজন্মকে। অত্র বিদ্যালয়ে উন্নয়নে আগামীতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে। হাটহাজারী জনপথকে শান্তিতে রাখার লক্ষ্যে সকলকে একযোগে কাজ করতে হবে। প্রধান আলোচক ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আল আহসান চৌধুরী লিটন। তিনি বলেন, ঐতিহ্যবাহী এ বিদ্যালয়ে ঐতিহ্য ধরে রাখার প্রত্যয়ে কাজ করতে হবে।
বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপি সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, বিদ্যালয় পরিচালনা পরিষদ অভিভাবক সদস্য ফজল করিম চৌধুরী আরজু, রাজনীতিবিদ সৈয়দ মোঃ মহসিন, মো. আইয়ুব খান, বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সাইফুল আলম, সিনিয়র শিক্ষক সেবিকা মুখার্জী, মুহাম্মাদ দিদারুল আলম, শত্তকতের রহমান মামুন, আবদুল আজিজ, কামরুল ইসলাম, শিখা রাণী দেবী, পুতুল রাণী নাথ প্রমুখ। সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












