দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে তিন বছরের সাজাপ্রাপ্ত একজন এবং যৌতুক নিরোধ আইনের একজনসহ মোট দুই পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার হয়েছে। গতকাল বুধবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সাজাপ্রাপ্ত আসামির নাম মো. ইয়াছিন (৫৫)। তিনি শিলক মিনাগাজীরটিলা পূর্ব পাড়া গ্রামের মৃত জাফর আহমদের ছেলে এবং অপর আসামির নাম মো. হারুন (২৬)। সে পদুয়া ইউনিয়নের নারিশ্চা নতুনপাড়া গ্রামের আলী আহাম্মদের ছেলে।
সত্যতা নিশ্চিত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, গ্রেফতার ইয়াছিনের বিরুদ্ধে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ১০,০০০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত সাজা পরোয়ানা রয়েছে। অন্যদিকে গ্রেফতার হারুন ধারা–২০১৮ সনের যৌতুক নিরোধ আইনের ৩ এর পরোয়ানাভুক্ত আসামি। বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয় এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করে আদালতে সোপর্দ করা হয় বলে জানান তিনি।












