বিএনপির ৩১ দফা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার

জামালখানে উঠান বৈঠকে বক্কর

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২০ নভেম্বর, ২০২৫ at ৯:২৯ পূর্বাহ্ণ

নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে বিএনপি জনগণের পাশে ছিল। তিনি বলেন, আগামীতে দেশের শান্তি, গণতন্ত্র ও ন্যায়বিচারের সংগ্রামেও জনগণের পাশে থাকবে বিএনপি। প্রতিহিংসার রাজনীতিতে নয়, বিএনপি সব সময় জনগণের শক্তিকে বিশ্বাস করে। বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচি দিয়ে তারেক রহমান একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেন। সেই নতুন দেশে সামজিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। বিএনপির ৩১ দফা কর্মসূচি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে সকল ধর্মবর্ণ নির্বিশেষে সবাই আমরা এক সঙ্গে অধিকার নিয়ে বাঁচব। তাই সকল শ্রেণি পেশার মানুষের অধিকার আদায়ে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতার আনতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

গত মঙ্গলবার নগরীর জামালখান ঝাউতলা এলাকায় চট্টগ্রাম৯ সংসদীয় আসনের ২১ নং জামালখান ওয়ার্ড বিএনপির উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওয়ার্ড বিএনপির আহ্বায়ক তৌহিদুস সালাম নিশাতের সভাপতিত্বে ও সদস্য সচিব দিদারুল আলমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক সাহেদ বঙ, মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, কোতোয়ালী থানা বিএনপির সাবেক সভাপতি মনজুর রহমান চৌধুরী, মহানগর বিএনপির সাবেক সদস্য এ কে এম আসাদুজ্জামান, ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক কাজী শাহজাহান, আবদুল আহাদ স্বপন, কামাল হোসেন, মোস্তাক সালম তালুকদার, মো. মনসুর, দোলন দাশ, মো. সেলিম, মো. আলমগীর, আবু নাছের, আসাদুল ইসলাম সুমন, হারুনুর রশিদ, মো. হাসান, আবু বক্কর চৌধুরী, অ্যাড. আলমগীর চৌধুরী, শাহাদাত হোসেন চৌধুরী, ফারুক হোসেন স্বপন, জুয়েল বড়ুয়া, এস এম শামীম, হাফেজ করিমুল ইসলাম, নূর হোসেন, মো. জিয়া, আকতার খান, আলফু মিয়া, তাসলিমা বেগম, খালেদা বেগম, আলী হোসেন, খলিলুর রহমান, মো. সুমন, ইমরান হোসেন, কিং মোতালেব, মোবারক হোসেন, মো. সাগর, মো. ফোরকান, মো. ফারুক ও মো. টারজেন।

পূর্ববর্তী নিবন্ধজোবাইরুল আরিফের নেতৃত্বে পদযাত্রা
পরবর্তী নিবন্ধ‘শৈশবের হেমন্তের আমেজ আজ আর নেই’