বৈষম্য দূর করার দাবি

কর্ণফুলী পেপার মিলে শ্রমিক সমাবেশ

কাপ্তাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ২০ নভেম্বর, ২০২৫ at ৯:২৬ পূর্বাহ্ণ

বৈষম্য দূর করা এবং কর্মকর্তা ও কর্মচারীদের ন্যায় শ্রমিকদেরও এক স্কেলে মজুরি প্রদানের দাবিতে কর্ণফুলী পেপার মিলে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদ (সিবিএ) আয়োজিত সমাবেশে কেপিএমের সর্বস্তরের শ্রমিকরা উপস্থিত ছিলেন। কেপিএম সিবিএ সভাপতি আবদুল রাজ্জাকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সহসভাপতি মো. জসিম উদ্দিন এবং সিবিএ’র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন জহির।

সিবিএ সভাপতি আবদুল রাজ্জাক বলেন, কর্ণফুলী পেপার মিল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত কাগজ শিল্প করাখানা। ৭৫ বছরের পুরাতন কারখানা হলেও এখনো কেপিএম উন্নত মানের কাগজ উৎপাদন করে যাচ্ছে। আসন্ন জাতীয় নির্বাচনে ব্যালট পেপার ছাপানোর যাবতীয় কাগজ নির্বাচন কমিশন কেপিএম থেকে নিচ্ছে। রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে কেপিএম উল্লেখযোগ্য ভূমিকা রাখলেও কেপিএমের শ্রমিকরা বরাবরই বঞ্চিত হচ্ছে। শিল্প মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশে একমাত্র বিসিআইসির অন্তর্ভুক্ত শ্রমিকরাই বৈষম্যের শিকার হচ্ছেন। সরকার কোন সুবিধা ঘোষণা করলে কর্মচারী ও কর্মকর্তাদের ক্ষেত্রে দ্রুত বাস্তবায়ন হলেও শ্রমিকরা বরাবরই বঞ্চিত।

তিনি বলেন ২০২৩ সালের জুলাই হতে কর্মকর্তা কর্মচারিদের ৫% বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। ২০২৫ সালের জুলাই হতে কর্মকর্তা কর্মচারীরা ১৫% বাড়তি সুবিধা পাচ্ছেন। কিন্তু শ্রমিকরা এই সুবিধা প্রাপ্তি থেকে বঞ্চিত রয়েছেন।

তিনি বলেন যারা উচ্চহারে বেতন পাচ্ছেন তারা যে বাজার থেকে দৈনন্দিন মালামাল ক্রয় করেন শ্রমিকরাও একই বাজার থেকে একই মূল্যে প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করেন। কিন্তু শ্রমিকদের পকেট থাকে ফাঁকা। তাই এই বৈষম্য দূর করার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি দাবি জানান।

এছাড়াও কর্ণফুলী পেপার মিলকে সার্বক্ষণিক পূর্ণমাত্রায় সচল রাখার ব্যবস্থা গ্রহণ করার জন্যও তিনি যথাযথ কর্তৃপক্ষের প্রতি দাবি জানান।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ৫৩০ জন প্রান্তিক কৃষক পেলেন বীজ ও সার
পরবর্তী নিবন্ধজোবাইরুল আরিফের নেতৃত্বে পদযাত্রা