মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (ক.) ১০ পৌষ খোশরোজ শরীফের প্রস্তুতি সভা, সূর্যগিরি আশ্রমে সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারীর (ম.) আগমনের দিন স্মরণ এবং সূর্যগিরি আশ্রম শাখার প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা, শিক্ষাসামগ্রী বিতরণ ও মরমী সঙ্গীতানুষ্ঠান গত মঙ্গলবার আশ্রম মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সূর্যগিরি আশ্রমের প্রতিষ্ঠাতা লায়ন ডা. বরুণ কুমার আচার্য্যের তত্ত্বাবধানে এবং ধীমান দাশের সভাপতিত্বে ও কৃষ্ণ বৈদ্যের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) রওজা শরীফের খাদেম মুহাম্মদ হাবিব উল্লাহ।
প্রধান অতিথি ছিলেন উন্মুল আশেকীন মা মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার হেড মাওলানা হাফেজ আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি কেন্দ্রীয় লোকনাথ মন্দিরের অধ্যক্ষ স্বামী উজ্জ্বলানন্দ ব্রহ্মচারী, ফটিকছড়ি ‘ক’ জোনের সমন্বয়ক মোহাম্মদ আলমগীর আলম, মোহাম্মদ আলাউদ্দিন, হযরত মীর মোহাম্মদ হারুন শাহ মাইজভাণ্ডারীর (ক.) ভ্রাতুষ্পুত্র মীর মোহাম্মদ আল ইব্রাহিম রনি, সূর্যগিরি আশ্রমের উপদেষ্টা লায়ন ড. তরুণ কুমার আচার্য্য। শুভেচ্ছা বক্তব্য রাখেন সূর্যগিরি আশ্রম কেন্দ্রীয় পর্ষদের সভাপতি বিপ্লব চৌধুরী কাঞ্চন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে। প্রেস বিজ্ঞপ্তি।












