বান্দরবান–কেওক্রাডং পর্বতে যাতায়াত ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি।
জেলা প্রশাসনের এ সভায় অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান, ট্যুরিস্ট পুলিশ বান্দরবান জোনের ইনচার্জ মো. মাহাবুব আলম, বিআরটিএ’র মোটরযান পরিদর্শক অরুণ সরকার, মাইক্রোবাস–জীপ–পিকআপ মালিক সমবায় সমিতির সভাপতি মো. নাছিরুল আলম ও সম্পাদক নেজাম উদ্দিন প্রমুখ সহ বিভিন্ন যানবাহন সমিতির প্রতিনিধি এবং স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। খবর বাসসের।
জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, পর্যটকদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে হবে। পর্যটকদের হয়রানি বা আর্থিক ক্ষতির মতো কোনো কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, প্রশাসনের অনুমতি ও নিয়ম না মেনে গহীন পাহাড়ে ভ্রমণ ঝুঁকিপূর্ণ। পর্যটকদের নিবন্ধিত গাইড ছাড়া বান্দরবানের বিভিন্ন গন্তব্যে ভ্রমণ না করার জন্য তিনি অনুরোধ করেন। এছাড়াও পাহাড়ি সড়কে মোটরসাইকেল ও গাড়ির গতিসীমা মেনে চলার আহ্বান জানান।
সভায় রুমা উপজেলার কেওক্রাডং পর্বতে যাতায়াতের জন্য যানবাহনের ভাড়া কমানোর বিষয়ে আলোচনা হয়। বান্দরবান মাইক্রোবাস–জীপ–পিকআপ মালিক সমবায় সমিতির নেতৃবৃন্দ পর্যটকদের সুবিধা বিবেচনায় ভাড়া কমানোর সিদ্ধান্তে তাদের সম্মতি জানান।












