স্মৃতির দহন

ফয়সাল ফরিদ | বৃহস্পতিবার , ২০ নভেম্বর, ২০২৫ at ৮:৪৫ পূর্বাহ্ণ

রাতের নীরব ঘরে আগুন জ্বলে নিঃশব্দে,

চোখের কোণে ঝরে পড়ে দহনজল অনবদ্য সে।

পুরোনো ছবির ভাঁজে লুকিয়ে আছে হাহাকার,

স্মৃতিগুলো ছাই হয়ে উড়ে যায়, তবু করে না পার।

ভালোবাসার হাতছানি আজ দূর নক্ষত্রতলে,

স্পর্শের গন্ধ মিশে গেছে চেনা বাতাসের ফলে।

হৃদয়ের কোণে জমে থাকা অসমাপ্ত কিছু গান,

ভাঙা সুরে বাজে শুধু ব্যথারই আয়োজন।

যে দিনগুলো ছিল রোদেলা, তারা আজ জ্বালা,

একেকটি স্মৃতি যেন বুকের ভেতর জ্বালামালা।

মুছতে চাই, তবু মুছে না, আঁধারে সেই ছায়া,

জীবন জ্বলে স্মৃতির তাপ্তে নীরব, একলব্য দায়া।

তবু এই দহনেই বাঁচি, এই আগুনেই আলো,

স্মৃতির ছাই থেকে গড়ে তুলি নতুন ভালো।

যন্ত্রণার রঙে লেখা প্রতিটি নিশ্বাসে,

একদিন হাসব আমি সেই পুরোনো আশ্বাসে।

পূর্ববর্তী নিবন্ধযে সময় ছিল আমাদের
পরবর্তী নিবন্ধবিষাদেও হাসি