মুদি দোকান থেকে বিদেশি পিস্তল ও ম্যাগজিন উদ্ধার, তিনজন গ্রেপ্তার

নোয়াপাড়ায় অভিযান

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ২০ নভেম্বর, ২০২৫ at ৭:৫৭ পূর্বাহ্ণ

রাউজান নোয়াপাড়া ইউনিয়নে চৌধুরীহাট এলাকায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আরো একটি বিদেশি পিস্তল, গুলিভরা ২টি ম্যাগজিন উদ্ধার করেছে। গ্রেপ্তার করেছে তিন সন্ত্রাসীকে। পুলিশের এই অভিযান চলে বুধবার সন্ধ্যার আগে। উল্লেখ্য, চলতি মাসে নোয়াপাড়ায় পুলিশের এই অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেপ্তারের অভিযান ছিল তৃতীয় বারের মত। তিনটি অভিযানে ধরা পড়ে বেশ কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী। উদ্ধার করা হয় দেশিবিদেশি বিপুল পরিমাণ অস্ত্র, গুলি।

পুলিশের দেয়া তথ্যানুসারে, বুধবার জেলা গোয়েন্দা শাখা ও রাউজান থানা পুলিশের সমন্বয়ে গঠিত আভিযানিক দল রাউজানের ১৩নং নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট মুসলিম হাই স্কুলের পাশে জহির আহম্মদের মুদি দোকানের ভিতর অভিযান চালায়। এসময় দোকানের ভিতর একটি তাক থেকে ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলিভরা পিস্তলের ম্যাগজিন উদ্ধার করা হয়। আটক করা হয় দোকানি জহিরকে। দোকানি জহির জানান, অস্ত্রগুলি দোকানে রেখেছিল তার মেয়ের জামাই মো. সাকিবুল ইসলাম। পরে জহিরকে নিয়ে জেলা গোয়েন্দা শাখা, রাউজান থানা ও পটিয়া থানার পুলিশ দল যৌথ অভিযান চালায় পটিয়া থানার হাইদগাঁও মাইজপাড়া এলাকায়। পুলিশ দল সেখান থেকে মো. সাকিবুল ইসলামসহ তার ভাই রানাকে গ্রেপ্তার করে। জেলা পুলিশ জানায়, নোয়াপাড়ার সন্ত্রাসীরা বিভিন্ন স্থান থেকে অস্ত্র সংগ্রহ করে এলাকায় ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত ছিল। তারা বিভিন্ন সময় কতিপয় রাজনীতিকের সাথে মোটরসাইকেল শোডাউন করে আতংক সৃষ্টি করতো। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ আরো জানিয়েছে, এর আগে গত সোমবার হুমায়ুন উদ্দীন নামে অপর এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। তার তথ্যানুযায়ী একটি পুকুর পাড় থেকে পুঁতে রাখা একটি একনলা বন্দুক এবং তিনটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। একটি মামলার পলাতক আসামি মহিউদ্দিন সেগুলো পুঁতে রাখে বলে জানান হুমায়ুন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেছেন, অভিযানে গ্রেপ্তার হওয়া নোয়াপাড়া চৌধুরী হাট এলাকার হায়দার আলীর বাড়ির মৃত অলি আহম্মদের ছেলে জহির আহম্মদ (৫২), একই ইউনিয়নের বারেক হাজীর বাড়ির মো. হাবিবের ছেলে মো. সাকিবুল ইসলাম (২২) ও মো. রানাকে অস্ত্র মামলায় গতকাল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ২ বছরের সাজা এড়াতে আত্মগোপনে ৮ বছর, শেষ পর্যন্ত গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধরানওয়েতে হঠাৎ শেয়াল, ২৬ মিনিট দেরিতে ফ্লাইট উড্ডয়ন